Imran Khan

আমার আর আমার স্ত্রীর উপর মানসিক অত্যাচার চালাচ্ছেন পাক সেনাপ্রধান মুনির, আবার সরব জেলবন্দি ইমরান খান

জেলবন্দি অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে আবার অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০
Share:

ইমরান খান। —ফাইল চিত্র।

জেলবন্দি অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে আবার অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, তাঁর এবং তাঁর স্ত্রী বুশরা বিবির উপর মানসিক অত্যাচার চালাচ্ছেন মুনির। ইমরান আগেও বলেছেন যে, জেলের মধ্যে তাঁর বা তাঁর স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মুনিরকে জবাবদিহি চাওয়া হয়।

Advertisement

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত দু’বছর ধরে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান এবং‌ তাঁর স্ত্রী বুশরা বিবি। সম্প্রতি পিটিআই প্রধান এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘‘আমার এই বার্তা আসিম মুনিরের জন্য। যত ক্ষণ বেঁচে আছি, আমরা মাথা নত করব না। সেনাবাহিনীকে কাজে লাগিয়ে দেশে স্বৈরতন্ত্র চালাতে চাইছেন মুনির।’’

কয়েক দিন আগেও জেলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন ইমরান। লিখেছিলেন, ‘‘গত কয়েক দিন ধরে দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়ানো হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এমনকি, তাঁর ঘরের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’’

Advertisement

ইমরানের দাবি, এই সব কিছুর নেপথ্যে রয়েছেন আসিম মুনির। তাঁর নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্য, “প্রধানমন্ত্রী থাকাকালীন, আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরেই পিটিআই-এর জ়ুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে, আমি তা প্রত্যাখান করে দিই। বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির।” ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তাঁর উপরে।

তিনি পাকিস্তানের মানুষের উদ্দেশে বলেছিলেন, ‘‘আমি সারাজীবন জেলে কাটাতে পারি কিন্তু কোনও ভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছ মাথা নোয়াব না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি, কোনও অবস্থাতেই অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement