International

লন্ডনের রাস্তায় টেনে খুলে দেওয়া হল মুসলিম মহিলার হিজাব

এক মুসলিম মহিলাকে টেনেহিঁচড়ে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হল। টেনে খুলে নেওয়া হল তাঁর হিজাব। পূর্ব লন্ডনের চিংফোর্ডে অতি ব্যস্ত একটি শপিং মলের সামনে, শনিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ২০:১৮
Share:

প্রতীকী ছবি।

এক মুসলিম মহিলাকে টেনেহিঁচড়ে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হল। টেনে খুলে নেওয়া হল তাঁর হিজাব। পূর্ব লন্ডনের চিংফোর্ডে অতি ব্যস্ত একটি শপিং মলের সামনে, শনিবার।

Advertisement

স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ জানাচ্ছে, চিংফোর্ডে একটি অতি ব্যস্ত শপিং মলের সামনে দিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন হিজাব পরা ২০/২২ বছর বয়সী ওই মুসলিম মহিলা। তখনই তাঁর ওপর চড়াও হয় দুই কিশোর। তাঁরা ওই মহিলার হিজাব দেখে প্রথমে অশালীন মন্তব্য করে। তার পর ওই মহিলাকে টেনেহিঁচড়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাঁর হিজাবটি টেনে খুলে দেয়। ওই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফুটপাথে। পরে লন্ডনের অ্যাম্বুল্যান্স সার্ভিস গিয়ে ফুটপাতে পড়ে থাকা ওই মুসলিম মহিলাকে উদ্ধার করে। তাঁর শুশ্রুষা করে। দুই কিশোর এখনও ফেরার।

আরও পড়ুন- ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান? নাম নথিভুক্ত করেত পারেন আপনিও

Advertisement

পুলিশের বক্তব্য, কোনও ধম বা বর্ণের মানুষের প্রতি বিদ্বেষবশতই ওই অপকর্মটি করেছে দুই কিশোর। তারা দু’জনেই শ্বেতাঙ্গ। বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। দু’জনেরই পরনে ছিল কালো পোশাক। তদন্ত শুরু হয়েছে জোর কদমে।

লন্ডনের অপরাধ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘ব্রেক্সিট’ ভোটের পর ইউরোপীয় ইউনিয়ন যে রেফারেন্ডাম দিয়েছে, তার পর গত দু’সপ্তাহে লন্ডনে এমন ঘটনার হার বেড়ে গিয়েছে প্রায় ৫৮ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন