Donald Trump-Vladimir Putin Meet

রেড কার্পেটের উপর হঠাৎ উড়ে এল মার্কিন বোমারু বি-২, চকিতে পুতিনের চোখ আকাশের দিকে

গত এক মাসে মস্কোকে যুদ্ধবিরতির জন্য একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন টাম্প। কিন্তু পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণ যে অটুট, তা আবার স্পষ্ট হয়ে গেল আলাস্কায়।

Advertisement
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ০৯:২৯
Share:

(বাঁদিকে) বি-২ যুদ্ধবিমান এবং ভ্লাদিমির পুতিন (ডানদিকে)।

আলাস্কার মার্কিন সেনাঘাঁটি ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এর রানওয়ের উপর পাতা রেড কার্পেটের উপরে দাঁড়িয়ে তখন সবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দনের পালা সেরেছেন। পাশাপাশি হাঁটতে শুরু করেছেন। হঠাৎই মাথার উপরে উড়ে এল একটি মার্কিন স্টেল্‌থ বোমারু বিমান বি-২ স্পিরিট! আর তার দোসর চারটি এফ-২২ যুদ্ধবিমান।

Advertisement

চকিতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন কেজিবি গুপ্তচর ভ্লাদিমির পুতিনের চোখ চলে আকাশের দিকে। ডান দিকে ঈষৎ হেলালেন ঘাড়। হাঁটার গতিও মন্থর হয়ে গেল! আর ট্রাম্প? সামান্য হেসে তিনি তখন নিচু স্বরে কিছু বললেন রুশ প্রেসিডেন্টকে। আলতো করে তাঁর পিঠে হাতও রাখলেন। আবার হাসতে হাসতে পাশাপাশি হাঁটতে শুরু করলেন দুই রাষ্ট্রনেতা। গত এক মাসে মস্কোকে যুদ্ধবিরতির জন্য একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বেঁধে দিয়েছেন চূড়ান্ত সময়সীমা। কিন্তু পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণ যে অটুট, তা আবার স্পষ্ট হয়ে গেল আলাস্কায়।

অ্যাঙ্কোরেজ় শহরের অদূরে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। ৬৪ হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত ওই ঘাঁটিতেই শুক্রবার মধ্যরাতে (ভারতীয় সময়) মুখোমুখি আলোচনায় বসেছিলেন ট্রাম্প-পুতিন। প্রায় পাঁচ বছর পরে মুখোমুখি বৈঠক করলেন তাঁরা। পুতিনকে স্বাগত জানাতেই মার্কিন বায়ুসেনার দুই আধুনিক যুদ্ধবিমানের স্মারক-উড়ানের ব্যবস্থা করা হয়েছিল। তবে গত সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের বিরতির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিন ঘণ্টার বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন দুই রাষ্ট্রনেতাই। যদিও ট্রাম্পের দাবি, বৈঠক ‘ফলপ্রসূ এবং ইতিবাচক’ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement