মজুরি চাইতেই ছাড়া হল সিংহ!

পুলিশ জানিয়েছে, ধর্মস্থানটির দেখভালের দায়িত্বে থাকা আলি রাজা বিদ্যুতের কাজের জন্য মহম্মদকে নিয়োগ করে।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০২:৫১
Share:

—ফাইল চিত্র।

বিদ্যুতের লাইনে গোলমাল হয়েছিল। লাহৌরের একটি ধর্মস্থানে তাই ডাক পড়েছিল বিদ্যুৎকর্মী এক যুবকের। অভিযোগ, কাজ শেষে তিনি মজুরি চাইতেই পোষা সিংহকে ছেড়ে দিয়েছিল ওই ধর্মস্থানের কেয়ারটেকার।

Advertisement

গত ৯ সেপ্টেম্বরের ঘটনা। যদিও সিংহের হামলায় জখম ওই বিদ্যুৎকর্মী মহম্মদ রফিক দু’দিন আগে এফআইআর করেছেন। খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্মস্থানটির দেখভালের দায়িত্বে থাকা আলি রাজা বিদ্যুতের কাজের জন্য মহম্মদকে নিয়োগ করে। কাজ শেষ করে যখন প্রাপ্য মজুরি চাইতে যান তিনি, পরে আসতে বলে আলি। এর পরে বারবার চাওয়া সত্ত্বেও আজ-নয়-কাল বলে ঘোরাচ্ছিল সে। মহম্মদও রোজ তাগাদা দিতে থাকেন। শেষে বিরক্ত হয়ে পোষা সিংহকে মহম্মদের সামনে ছেড়ে দেয় আলি। মহম্মদ আর্তনাদ করতে থাকলে আশপাশের কিছু লোক ছুটে আসেন। তাঁরাই উদ্ধার করেন যুবককে।

Advertisement

পুলিশ জানায়, এ ঘটনার পরে মহম্মদের কাছে ক্ষমা চেয়ে নেয় আলি। কথা দেয়, চিকিৎসার খরচ ও সেই সঙ্গে কিছু ক্ষতিপূরণও দেবে সে। কিন্তু এ বারেও যথারীতি ঘোরাতে থাকে আলি। শেষে দিন দুয়েক আগে আলির বিরুদ্ধে এফআইআর করেন মহম্মদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন