ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
রাষ্ট্রপুঞ্জের ৮০তম বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার পশ্চিম এশিয়া নীতিতে কড়া অবস্থানের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, যে কোনও মূল্যে ইরানের সামরিক পরমাণু কর্মসূচি রোখারও বার্তা দিয়েছেন।
ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, বেলজিয়ামের মতো ইউরোপের দেশের পাশাপাশি কানাডা এবং অস্ত্রেলিয়া সম্প্রতি আমেরিকা ও ইজ়রায়েলের আপত্তি উপেক্ষা করে প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। যা নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘এই মঞ্চের (রাষ্ট্রপুঞ্জ) কিছু সদস্য একতরফা ভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের (স্বাধীনতাপন্থী জঙ্গিগোষ্ঠী) জন্য অনেক বড় পুরস্কার হবে।’’
রাষ্ট্রপুঞ্জের ১৪৭টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র বলে মেনে নিলেও ওয়াশিংটন সে পথে হাঁটবে না বলে বার্তা দিয়েছেন ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘ইরানকে কখনও পারমাণু অস্ত্র নির্মাণ করতে দেওয়া হবে না। আমার অবস্থান খুবই সহজ। বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষককে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ধারণ করতে দেওয়া যাবে না।’’