Donald Trump

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আর্থিক মদত দিচ্ছে ভারত ও চিন! রাষ্ট্রপুঞ্জে অভিযোগ তুললেন ট্রাম্প

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘‘ভারত-পাকিস্তান সমেত আমি মোট সাতটি যুদ্ধ থামিয়েছি।’’ তিনি মার্কিন প্রেসিডেন্টের পদে থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হত না বলেও দাবি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১২
Share:

রাষ্ট্রপুঞ্জে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা। ছবি: সংগৃহীত।

ভারতের বিরুদ্ধে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক বলবতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক মাস আগে তিনি এমন অভিযোগ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার রাষ্ট্রপুঞ্জে সেই অভিযোগ করলেন। সাড়ে তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার জন্য ভারত এবং চিনকে নিশানা করলেন তিনি।

Advertisement

নয়াদিল্লি এবং বেজিংকে ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রাথমিক আর্থিক মদতদাতা’ বলে চিহ্নিত করে ট্রাম্পের অভিযোগ, নরেন্দ্র মোদী এবং শি জিনপিঙের সরকারের ধারাবাহিক আর্থিক মদতের ফলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন! রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভায় মঙ্গলবার বক্তৃতা করতে গিয়ে আন্তর্জাতিক এই মঞ্চের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এদের শুধুই কথা আর কথা! যুদ্ধের ইতি টানতে পারে না।’’

অপারেশন সিঁদুর-পর্বের জেরে চার দিনের ভারত-পাক সংঘর্ষ এবং দ্বিপাক্ষিক অস্ত্র সংবরণের ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর উদ্যোগেই দুই পরমাণু শক্তিধর দেশ সংঘাতে ইতি টেনেছে। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ৮০তম বার্ষিক সাধারণ সভায় ট্রাম্প বলেন, ‘‘ভারত-পাকিস্তান সমেত আমি মোট সাতটি যুদ্ধ থামিয়েছি। অনেকে বলেছিলেন এগুলি থামানো সম্ভব নয়। কিছু কিছু যুদ্ধ ৩১ বছর ধরে চলেছিল। একটি চলছিল ৩৬ বছর ধরে। সব ক’টি যুদ্ধই ভয়াবহ ছিল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। কোনও নেতাই এগুলি থামানোর প্রচেষ্টা করেননি।’’ এমনকি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মার্কিন প্রেসিডেন্টের পদে থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হত না বলেও দাবি করেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement