Israeli attack on Qatar

কাতারে ইজ়রায়েলি হামলার নিন্দা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে, প্রস্তাব সমর্থন করল আমেরিকাও!

আমেরিকার নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর অন্যতম সদস্য কাতার। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দফতর (সেন্টকম) দোহার অদূরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯
Share:

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদের বৈঠক। —ফাইল চিত্র।

কাতারের রাজধানী দোহায় ইজ়রায়েলি বিমানহানার নিন্দা করল রাষ্টপুঞ্জ নিরাপত্তা পরিষদ। শুক্রবার পরিষদের বৈঠকে ইজ়রায়েলি হানার বিরোধিতা করে নিন্দাপ্রস্তাব পাশ হয়েছে। পাশাপাশি, কাতারের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন জানানো হয়েছে ওই প্রস্তাবে। তাৎপর্যপূর্ণ ভাবে ইজ়রায়েলের বিরুদ্ধে আনা ওই প্রস্তাব সমর্থন করেছে আমেরিকাও।

Advertisement

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিমানবাহিনী মঙ্গলবার দোহার একটি বাড়িতে বোমাবর্ষণ করে। তেল আভিভের দাবি, কাতারে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের কয়েক জন নেতাকে নিশানা করা হয়েছিল। তাঁরা ওই ডেরায় ছিলেন। কাতার সরকারের তথ্য জানাচ্ছে, হামলায় ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের শীর্ষ কোনও নেতা নিহত হননি বলে কাতার পুলিশের দাবি।

আমেরিকার নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর অন্যতম সদস্য কাতার। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দফতর (সেন্টকম) দোহার অদূরে। সেখানে আট হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোহা সফরের সময় কাতারের রাজপরিবারের তরফে তাঁকে সাড়ে তিন হাজার কোটি টাকার একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা পরিষদে ইজ়রায়েলের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হলেও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে তা গৃহীত হয়নি। শুক্রবার পাকিস্তানের আনা প্রস্তাবটির নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের আইনজীবী পাল্টা সন্ত্রাসে মদতের অভিযোগ তোলের ইসলামাবাদের বিরুদ্ধে।

Advertisement

অন্য দিকে, শুক্রবারই রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছে ভারত। ১৯৩ সদস্যের সাধারণ সভা (জেনারেল অ্যাসেম্বলি)-য় মোট ১৪২টি দেশ ওই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। গৃহীত প্রস্তাবে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের মধ্য দীর্ঘ সংঘাতের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়েছে। ইজ়রায়েল-সহ ১০টি দেশ শুক্রবার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। তবে রাষ্ট্রপুঞ্জের এই উদ্যোগে আদৌ প্যালেস্টাইনি ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার হত্যাকাণ্ডে ইতি টানতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে কূটনৈতিক মহলে। কারণ, নেতানিয়াহু ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়ে বলেছিলেন, ‘‘প্যালেস্টাইন নামে আর কোনও রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না।’’

তথ্য-পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ইজ়রায়েলের বিরুদ্ধে ১৫৪টি প্রস্তাব গ্রহণ করেছে। তাতে প্যালেস্টাইনের প্রতি ইজ়রায়েলের নীতির তেমন বদল হয়নি। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সে দেশের সেনা ২০২২ সালের ৭ অক্টোবরের পর থেকে যে বিরামহীন আক্রমণ চালাচ্ছে, তাতে গাজ়ার অন্তত ৬০ হাজার প্যালেস্টাইনি মুসলিম প্রাণ হারিয়েছেন। দীর্ঘ অনাহার ও অপুষ্টিতে নারী, শিশু-সহ লক্ষাধিক মানুষ কার্যত মৃত্যুর মুখে। এই আবহে রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাবে গাজ়াকে পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement