International News

আর যেন ‘বন্ধু দেশে’র মর্যাদা না পায় পাকিস্তান, বিল পেশ মার্কিন কংগ্রেসে

ওই বিলে বলা হয়েছে, পাকিস্তানকে যদি ফের ওই মর্যাদা দেওয়া হয়, তা হলে যেন আরোপ করা হয় কিছু কড়া শর্ত। এ ব্যাপারে আলোচনা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিলটিকে পাঠানো হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের বিদেশ বিষয়ক কমিটিতে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৩:৩০
Share:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। -ফাইল ছবি।

‘ন্যাটো’ জোটের বাইরে থেকেও আমেরিকার ‘বন্ধু দেশ’ হিসেবে এখন যে মর্যাদা পায় পাকিস্তান, তা কেড়ে নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল আনা হল। ‘রেজোলিউশন-৭৩’ নামে বিলটি এনেছেন মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য অ্যান্ডি ব্রিগ্‌স।

Advertisement

ওই বিলে বলা হয়েছে, পাকিস্তানকে যদি ফের ওই মর্যাদা দেওয়া হয়, তা হলে যেন আরোপ করা হয় কিছু কড়া শর্ত। এ ব্যাপারে আলোচনা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিলটিকে পাঠানো হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের বিদেশ বিষয়ক কমিটিতে।

বিলটির প্রস্তাব, পাকিস্তানকে ফের ওই মর্যাদা দেওয়ার আগে কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানাতে হবে, ‘হাক্কানি’ নেটওয়ার্কের জঙ্গিদের গোপন আস্তানাগুলি ভেঙে দেওয়া এবং ইসলামাবাদ ও কাবুলের মধ্যে জঙ্গিদের যাওয়া-আসা বন্ধ করতে ইসলামাবাদ কতটা আন্তরিক ভাবে সেনা অভিযান চালাচ্ছে। তার সাফল্য কতটা। পাক-আফগান সীমান্তে হাক্কানি নেটওয়ার্কের গতিবিধি নিয়ন্ত্রণ করার প্রয়াসে ইসলামাবাদ কতটা সহায়তা করছে কাবুলকে, তা জানাতে হবে মার্কিন কংগ্রেসে। আর এই সব ব্যাপারে কংগ্রেসে মার্কিন প্রশাসনের শংসাপত্র দাখিল করাটাও জরুরি।

Advertisement

আরও পড়ুন- তিন ঘণ্টা ধরে বাড়ির ডোরবেল চাটছেন অজ্ঞাত পরিচয় যুবক!​

আরও পড়ুন- পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী হতে চলেছেন তুলসী গব্বার্ড​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন