তিস্তার জল, তথ্য সংগ্রহে ঢাকা-দিল্লি

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং পরে নরেন্দ্র মোদীও এই চুক্তি করা হবে বলে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অনেক জল গড়ালেও তা এগোয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০১:০১
Share:

তিস্তা নদী।

তিস্তা-সহ দু’দেশের মধ্যে বয়ে চলা আটটি নদীর জলের প্রবাহ নিয়ে নতুন করে তথ্য সংগ্রহ করবে ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় দু’দেশের জলসম্পদ সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরেই তিস্তা-সহ বিভিন্ন নদীর জলের ভাগ নিয়ে চুক্তির বিষয়টি দিল্লিকে মনে করিয়েছিল শেখ হাসিনা সরকার।

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং পরে নরেন্দ্র মোদীও এই চুক্তি করা হবে বলে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অনেক জল গড়ালেও তা এগোয়নি। ঢাকার তাগাদার পরেই কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন সচিব উপেন্দ্রপ্রসাদ সিংহকে দিল্লি পাঠান মোদী সরকার। আট বছর পরে দু’দেশের জলসম্পদ সচিবের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— তিস্তা, মুহুরি, খোয়াই, ফেনি, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর জলের প্রবাহ নিয়ে নতুন করে তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশের সচিব কবির বিন আনোয়ার জানান, দু’মাসে কাজ শুরু হবে বলে ঠিক হয়েছে। অক্টোবরের গোড়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি যাওয়ার কথা। সেই সফরে জলচুক্তি বিষয়ে সুনির্দিষ্ট কিছু ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে ঢাকা সূত্রে। জলের প্রবাহ নিয়ে তথ্য সংগ্রহ তারই প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন