ভারত-পাক বন্দি তালিকা বিনিময়

দু’দেশের জেলে বন্দি সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও ইসলামাবাদ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ০২:২১
Share:

প্রতীকী ছবি

দু’দেশের জেলে বন্দি সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। আজ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতীয় জেলে বন্দি ২৬৭ জন সাধারণ পাক নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাক জেলে বন্দি ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে ইসলামাবাদ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাধারণ ভারতীয় বন্দি, ‘নিখোঁজ’ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে পাকিস্তানকে। চার সাধারণ ভারতীয় বন্দি ও ১২৬ জন মৎস্যজীবীকে শনাক্ত করেছে দিল্লি। তাঁদের এখনই মুক্তি দিতে বলেছে ভারত। ১১৪ জন বন্দির সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দ্রুত দেখা করতে দেওয়া উচিত বলে জানানো হয়েছে। ৮২ পাক বন্দির শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ হওয়া প্রয়োজন বলে জানিয়েছে দিল্লি। ২২টি ভারতীয় নৌকা পাক হেফাজতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সেগুলি ফেরাতে ভারতীয় দলের করাচি যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন