India-China

দখলদারির জন্য সংঘর্ষে উস্কানি দিয়েছে চিন, লাদাখ নিয়ে মন্তব্য মার্কিন সেনেটরের

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধুদেশগুলির ক্ষেত্রে চিন ক্রমশ বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন ম্যাকনেল।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ১৩:৪৫
Share:

লাদাখের পরিস্থিতির জন্য চিনকেই দায়ী করল আমেরিকা। ছবি: পিটিআই।

লাদাখে ভারত-চিন সংঘর্ষ ঘিরে উত্তপ্ত দক্ষিণ এশিয়ার রাজনীতি। এমন পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তৈরি হওয়ার জন্য চিনকেই দায়ী করল তারা। তাদের বক্তব্য, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, ভূখণ্ডের দখল নিতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-ই প্রথম সংঘর্ষে উস্কানি জোগায়।

বৃহস্পতিবার মার্কিন সেনেটের বিদেশনীতি সংক্রান্ত আলোচনায় ভারত-চিন সঙ্ঘাতের প্রসঙ্গ উঠে আসে। সেখানে চিনকে তুলোধনা করেন মার্কিন সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল। তিনি বলেন, ‘‘১৯৬২-র যুদ্ধের পর স্থলভাগে এটাই দু’দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। বোঝা যাচ্ছে, ভূখণ্ড দখল করতে চিনা বাহিনীই সংঘর্ষে উস্কানি জোগায়।’’

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধুদেশগুলির ক্ষেত্রে চিন ক্রমশ বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন ম্যাকনেল। তাঁর কথায়, ‘‘বলা বাহুল্য, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে এই সংঘর্ষে গোটা বিশ্ব ভীষণ ভাবে উদ্বিগ্ন। উত্তেজনা প্রশমিত হয় যাতে শান্তি ফিরে আসে, সেই চেষ্টাই করছি আমরা। তবে নিজের দেশের সীমানার মধ্যেই চিন মানুষের উপর কী নিদারুণ অত্যাচার চালাচ্ছে, আন্তর্জাতিক নিয়ম-শৃঙ্খলাকে তুড়ি মেরে উড়িয়ে নিজেদের ইচ্ছেমাফিক নিয়ম-নীতি তৈরি করে গোটা দুনিয়ার নকশা পাল্টে দেওয়ার চেষ্টা করছে, তা বোঝার জন্য এর চেয়ে ভাল ইঙ্গিত পেত না গোটা বিশ্ব।’’

Advertisement

আরও পড়ুন: গলওয়ান সংঘর্ষে আটক ১০ ভারতীয় সেনাকে মুক্ত করল চিন, রিপোর্ট​


নোভেল করোনার জেরে উদ্ভুত মহামারি পরিস্থিতির জন্য আগেই চিনকে দুষেছে মার্কিন সরকার। এই মহামারিকে আড়াল করে তারা হংকংয়ে উৎপীড়ন চালাচ্ছে এবং সেখানে নিজেদের আধিপত্য কায়েম করতে উদ্যত হয়েছে বলেও অভিযোগ করেন ম্যাককনেল। জলপথে জাপান এবং মাত্র কয়েক দিনের মধ্যে একাধিকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন নিয়েও চিনকে একহাত নেন তিনি।

সরাসরি ভারতের হয়ে মুখ খোলেন কংগ্রেস সদস্য জিম ব্যাঙ্কসও। লাদাখে সংঘর্ষের পর দিল্লির তরফে চিনা মোবাইল সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা হুয়াই এবং জেডটিই-কে নিষিদ্ধ করার চিন্তাভাবনা চলছে। সেই চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছেন জিম ব্যাঙ্কস। তিনি বলেন, ‘চিনা গুন্ডাদের এ ভাবেই ধাক্কা দিতে হবে। ভারতকে ভয় দেখানো যাবে না। খুব ভাল সিদ্ধান্ত।’’

Advertisement

মাইক পম্পেয়োর টুইট।

আরও পড়ুন: সীমান্তে কেন ভারতীয় সেনার ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ হল না, উঠছে প্রশ্ন​

অন্য দিকে, চিনা আগ্রাসনের মুখে পড়ে লাদাখে যে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন, তার জন্য ভারতকে সমবেদনা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো। টুইটারে তিনি লেখেন, ‘‘চিনের সঙ্গে সংঘর্ষে যাঁরা প্রাণ হারিয়েছন, তাঁদের জন্য সমস্ত ভারতবাসীকে গভীর সমবেদনা জানাই। ওই জওয়ানদের পরিবার-পরিজনদের কথা মনে থাকবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন