Poverty

দারিদ্র মোচনে রেকর্ড ভারতের: রাষ্ট্রপুঞ্জ

২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে দারিদ্র কমাতে পেরেছে ভারত। এর মধ্যে শিশুদের একটা বড় অংশ রয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৬:০৯
Share:

ছবি সংগৃহীত।

দারিদ্র দূরীকরণে বড় সাফল্য অর্জন করেছে ভারত। রাষ্ট্রপু্ঞ্জের রিপোর্ট বলছে, ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে ভারতে ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্রের কবল থেকে মুক্ত হয়েছেন।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ইনিশিয়েটিভ (ওপিএইচআই)-এর পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯-এর মধ্যে বিশ্বের ৭৫টি দেশের মধ্যে ৬৫টি দেশ বিভিন্ন ক্ষেত্রে দারিদ্রের মাপকাঠি কমাতে পেরেছে। ভগ্ন স্বাস্থ্য, শিক্ষার অভাব, নিম্ন মানের জীবনযাপন, হিংসার আশঙ্কা—এই ধরনের বিষয়কে বিভিন্ন ক্ষেত্রে দারিদ্রের মাপকাঠি (এমপিআই) ধরা হয়েছিল।রিপোর্ট বলছে, ‘‘ভারত রেকর্ড সংখ্যক মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে আসতে পেরেছে। গত ১০ বছরে ভারতের অন্তত ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন।’’ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আর্মেনিয়া, ভারত, নিকারাগুয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া— পাঁচ বছরেই এমপিআই-র অর্ধেক অর্জন করতে পেরেছে। বিশ্বের জনসংখ্যার এক-পঞ্চমাংশ এই চারটি দেশে। কারণ, জনসংখ্যার নিরিখে ভারতই বিশ্বে দ্বিতীয়। এই চারটি দেশে দারিদ্রের মূলগত ক্ষেত্রে ফারাক থাকলেও, তারা তা অতিক্রম করে দারিদ্র সীমা থেকে বহু মানুষকে বার করে আনতে পেরেছে। ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে দারিদ্র কমাতে পেরেছে ভারত। এর মধ্যে শিশুদের একটা বড় অংশ রয়েছে।

কোভিড-১৯ উন্নয়নমূলক কাজকর্মে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু রাষ্ট্রপু্ঞ্জের এই রিপোর্ট তৈরি হয়েছিল বিশ্বব্যাপী সংক্রমণের আগেই। ওপিএইচআইয়ের ডিরেক্টর সাবিনা অ্যালকায়েরের বক্তব্য, ‘‘দৈনন্দিন জীবনে দারিদ্রকে জয় করার এই কাহিনি প্রমাণ করে জীবনযাত্রাকে কী ভাবে আরও উন্নত করা যায়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন