International News

ভারতের চাপ! মাসুদ আজহারের দুই ভাই-সহ ৪৪ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৮:০৫
Share:

প্রতীকী ছবি।

অবশেষে কি ভারতের চাপে জঙ্গি দমনে ব্যবস্থা নিতে শুরু করল পাকিস্তান? মাসুদ আজহারের দুই ভাই-সহ অন্তত ৪৪ জন জঙ্গিকে পাক সরকার গ্রেফতার করেছে বলে খবর। পাকিস্তান এবং ভারতের একাধিক সংবাদমাধ্যমে দাবি, পাক অভ্যন্তরীণ মন্ত্রী শাহরিয়র আফ্রিদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

পাকিস্তান এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই হামাদ আনসারি, আবদুল রউফ আজগর-সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পাক সরকার। তবে ধৃতদের কোথায় রাখা হয়েছে, কী ভাবে গ্রেফতার করা হল, সে বিষয়ে সবিস্তারে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের অন্য একটি অংশের মতে অবশ্য ওই জঙ্গিদের গ্রেফতার নয়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তানের উপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। সেই চাপেই এ বার ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল বলে কূটনৈতিক শিবিরের একটা অংশ মনে করছে। পাশাপাশি পুরো বিষয়টিই পাক সরকারের ‘আই ওয়াশ’ বা লোক দেখানো হতে পারে বলেও মনে করছেন অনেক কূটনীতিবিদ।

Advertisement

আরও পড়ুন: পাক জলসীমায় ঢোকার চেষ্টা করেছে ভারতীয় সাবমেরিন! দাবি ইসলামাবাদের

আরও পড়ুন: বোফর্সের চেয়েও শক্তিশালী এই দেশি কামান থেকে ছোড়া যায় মিনিটে ছ’টা গোলা!

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন