Pakistan

চলতি মাসে ফের হামলা চালাতে পারে ভারত, দাবি পাক বিদেশমন্ত্রীর

গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ২১:৩৬
Share:

রবিবার মূলতানে শাহ মেহমুদ কুরেশি। ছবি: এএফপি।

চলতি মাসেই ফের হামলা চলাতে পারে ভারত। গোয়েন্দা সূত্রে এমনটাই জানতে পেরেছেন বলে দাবি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের পাঁচ স্থায়ী সদস্যের কাছে পাক প্রতিনিধি দল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

মূলতানে সংবাদমাধ্যমকে শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘‘ভারত ফের পাকিস্তানে হামলার ছক কষছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। ১৬-২০ এপ্রিলের মধ্যে হামলা হতে পারে।”আর সে কারণেই প্রধানমন্ত্রী ইমরান খানের সম্মতিতেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন বলে দাবি কুরেশির।

গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। জবাবে তার দু ’সপ্তাহের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ও বালাকোটে ঢুকে বোমাবর্ষণ করে ভারতীয় বায়ুসেনা। তার জেরে দুই দেশের মধ্যএ চরম উত্তেজনার আবহতৈরি হয়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এ মাসেই৩৬০ জন ভারতীয়বন্দিকে ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল পাকিস্তান। যাঁদের মধ্যে ১০০ জনকে রবিবার মুক্তি দেওয়া হয়। এমন এক পরিস্থিতিতে পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যে ফের উত্তেজনার আবহ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

আরও পড়ুন: এক যুগ পর সিপিএমের সেই পার্টি অফিস খুলল নন্দীগ্রামে​

আরও পড়ুন: চলছে নবরাত্রি, ভয় দেখিয়ে মাংসের দোকান বন্ধ করালো হিন্দু সেনা​

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement