রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। দেশের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হতে পারে নিযুক্তদের।
সংস্থায় সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। শূন্যপদ চারটি। সংস্থার পোর্ট অ্যান্ড ওয়াটারওয়েজ়, কোস্টাল মডেলিং এবং পোর্ট প্ল্যানিং বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। বিভিন্ন পদে নিযুক্তদের বেতনক্রমের পরিমাণ হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।
পদের উপর নির্ভর আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩২, ৩৫ বা ৩৮ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা এবং দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা আবেদনমূল্য ধার্য হয়েছে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। আগামী ২২ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার আয়োজন করা হবে কলকাতা-সহ অন্য শহরে। ইন্টারভিউয়ের দিন এখনও জানানো হয়নি।