International News

আরও কাছাকাছি ভারত, আমেরিকা, উদ্বিগ্ন চিন ও পাকিস্তান

চিনের সরকারি দৈনিক ‘গ্লোবাল টাইমস’-এ লেখা হয়েছে, ‘‘চিনের দ্রুত উত্থানে ওয়াশিংটন ও দিল্লি যারপরনাই উদ্বিগ্ন। গত কয়েক বছরে চিনের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে বেছে নিয়েছে আমেরিকা। এর পরিণতি ভাল হবে না। ভারত কখনওই অস্ট্রেলিয়া বা জাপানের মতো বন্ধু দেশ হয়ে উঠতে পারবে না আমেরিকার। ফলে, আখেরে ভারতের লাভ হবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ২২:৩৯
Share:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চিনা প্রেসিডেন্ট।-ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী মোদীর সফরের পর ভারত, আমেরিকা আরও কাছাকাছি এসে যাওয়ায় পাকিস্তান আর তার ‘সব সময়ের বন্ধু’ দেশ চিন উদ্বিগ্ন। চিনের সেই উদ্বেগ ফুটে বেরিয়েছে ভারতের ওপর পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টায়। আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে ভাবে প্রথাবিরুদ্ধ ভাষায় জঙ্গি ইসলামি মতাদর্শ, সন্ত্রাসবাদ আর তাদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলিষ্ঠ ভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তাতে পাকিস্তান উদ্বিগ্ন না হলেই অবাক হতে হবে।

Advertisement

ইসলামাবাদ এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু না বললেও ভারতের ওপর পাল্টা চাপ সৃষ্টির চেষ্টায় চিনের উদ্বেগ কিন্তু প্রকাশ্যে এসে গিয়েছে। চিনের সরকারি দৈনিক ‘গ্লোবাল টাইমস’-এ লেখা হয়েছে, ‘‘চিনের দ্রুত উত্থানে ওয়াশিংটন ও দিল্লি যারপরনাই উদ্বিগ্ন। গত কয়েক বছরে চিনের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে বেছে নিয়েছে আমেরিকা। এর পরিণতি ভাল হবে না। ভারত কখনওই অস্ট্রেলিয়া বা জাপানের মতো বন্ধু দেশ হয়ে উঠতে পারবে না আমেরিকার। ফলে, আখেরে ভারতের লাভ হবে না।’’

চিনের সরকারি দৈনিকের বক্তব্য, নির্জোট অবস্থান ছেড়ে ভারত আদতে আমেরিকার ‘পুতুল’ হয়ে উঠেছে। চিনের বিরোধিতা করতে। এটা দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের মধ্যেকার সংঘাতকে আরও বাড়িয়ে দেবে।

Advertisement

আরও পড়ুন- মোদী-ট্রাম্পের প্রথম সাক্ষাতেই সন্ত্রাস নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা

ও দিকে, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান-পাকিস্তান প্রশ্নেও ভারত ও আমেরিকার অবস্থান যে এখন আরও কাছাকাছি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা পাকিস্তানের উষ্মা বাড়ানোর পক্ষে যথেষ্টই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন