(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। — ফাইল চিত্র।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার জন্য ভারত এবং চিনকে আবার নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে অধিবেশনে তিনি ব্যাখ্যা দেন, কেন ভারতের উপর জরিমানা করেছেন। তবে ট্রাম্পের সেই দাবির সঙ্গে সহমত নন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি জানান, ভারত ‘বেশির ভাগ ক্ষেত্রে’ ইউক্রেনের পক্ষে। তাঁর সংযোজন, ‘‘কিছু জ্বালানি সমস্যা রয়েছে, সেগুলি মোকাবিলা করতে হবে।’’
জ়েলেনস্কির কথায়, ‘‘আমার মনে হয়, ভারত বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের পাশে রয়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। আমার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প সেগুলি সমাধান করতে পারবেন। ইউরোপীয়দের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ়।’’ রাশিয়ার সঙ্গে ভারতের যে জ্বালানি চুক্তি রয়েছে, তা নিয়ে নয়াদিল্লির মনোভাব পরিবর্তন হবে বলে মনে করেন ইউক্রেন প্রেসিডেন্ট।
ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও চিনকে দূরেই রাখছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, চিন চায় না যুদ্ধ শেষ হোক। রাশিয়াকে সমর্থনের পথ থেকে বেজিংকে সরিয়ে আনা সম্ভব নয় বলেই মত জ়েলেনস্কির।
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে নয়াদিল্লি এবং বেজিংকে ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রাথমিক আর্থিক মদতদাতা’ বলে চিহ্নিত করে ট্রাম্প অভিযোগ করেছিলেন, নরেন্দ্র মোদী এবং শি জিনপিঙের সরকারের ধারাবাহিক আর্থিক মদতের ফলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন! শুধু তা-ই নয়, ট্রাম্পের দাবি, ‘‘ওরা শুধু মুখেই যুদ্ধ বন্ধের কথা বলে। যুদ্ধের ইতি টানতে পারে না।’’ ট্রাম্পের এই মতকে যে পুরোপুরি সমর্থন করেন না, তা বুঝিয়ে দিলেন জ়েলেনস্কি।