Houthis attack on US Aircraft

ইয়েমেনে জঙ্গি-ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে হঠাৎ বাঁক নিল রণতরী, সমুদ্রে ডুবল মার্কিন যুদ্ধবিমান

ইরানের মদতপুষ্ট শিয়া বিদ্রোহীদের হাতে রয়েছে ইয়েমেনের বিস্তীর্ণ অংশ। সে দেশের সুন্নি সরকার এবং সৌদি আরব ধারাবাহিক অভিযান চালিয়েও হুথিদের দমন করতে পারেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:২৫
Share:

ইয়েমেনে ধ্বংস মার্কিন যুদ্ধবিমান। ছবি: এএফপি।

ইয়েমেনে জঙ্গিদমন অভিযানে গিয়ে ছ’কোটি ডলারের যুদ্ধবিমান হারাল মার্কিন সেনা! হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়াতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান হঠাৎ বাঁক নেওয়াতেই সোমবার এই বিপত্তি ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে।

Advertisement

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার ইয়েমেন উপকূলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখোমুখি পড়েছিল ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। হামলা এড়াতে হঠাৎ বাঁক নিতে হয় বিমানবাহী যুদ্ধজাহাজটিকে। সে সময় এফ-১৮ সুপার হর্নেট বিমানটিকে একটি ট্রাক্টর টেনে নিয়ে ডেকের হ্যাঙ্গারে যাচ্ছিল। ভারসাম্য হারিয়ে ডেক থেকে যুদ্ধবিমানটি সমুদ্রের জল পড়ে যায়। আহত হন ট্রাক্টর চালক।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের হামলা এবং তার জবাবে গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর। আমেরিকা এবং ইউরোপের পাশাপাশি আক্রান্ত হয়েছে কয়েকটি ভারতীয় বাণিজ্যিক জাহাজও। পাশাপাশি, ইজ়রায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তারা। এর জবাবে আমেরিকা এবং ইজ়রায়েল ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায়। পাশাপাশি, সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement