Crime in Ireland

ভারতীয় যুবককে গণপ্রহার আয়ারল্যান্ডে, নগ্ন অবস্থায় ফেলে দেওয়া হল রাস্তায়! বর্ণবিদ্বেষ? কী বলছে পুলিশ?

আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪০। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৯:২২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়! আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।

আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তাঁরা। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ। তাদের মতে, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধরের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘আশা করব দোষীরা শাস্তি পাবে।’’

Advertisement

এই ঘটনার কথা স্বীকার করেছেন সে দেশের মন্ত্রী জিম ও’ক্যালাগান। তিনি ঘটনার পূর্ণ তদন্তের কথা বলেছেন। একই সঙ্গে তিনি এ-ও স্বীকার করেছেন, আয়ারল্যান্ডে অভিবাসীদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনা ঘটছে, যা নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement