Murder

সমকামী সম্পর্কে বাধা! ব্রিটেনে স্ত্রীকে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের

অস্ট্রেলিয়ায় নিজের পুরুষসঙ্গীর সঙ্গে ঘর বাধার জন্য স্ত্রী জেসিকাকে পরিকল্পনা করে করে খুন করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:০৪
Share:

জেসিকা পটেল ও মিতেশ পটেল। ছবি জেসিকার ফেসবুক থেকে সংগৃহীত।

ইংল্যান্ডের মিডলসবরোয় চলতি বছরের মে মাসে সন্দেহজনক ভাবে খুন হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জেসিকা পটেল। তিনি পেশায় ফার্মাসিস্ট ছিলেন। সেই খুনের ঘটনায় মঙ্গলবারস্থানীয় এক আদালতজেসিকার স্বামী মিতেশ পটেলকে দোষী সাব্যস্ত করে। তদন্তে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় নিজের পুরুষসঙ্গীর সঙ্গে ঘর বাধার জন্য স্ত্রী জেসিকাকে পরিকল্পনা করে করে খুন করেছিলেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের মিডলসবরোর শহরতলি এলাকায় এ বছর ১৪ মে মৃত অবস্থায় উদ্ধার হয় ৩৪ বছরের জেসিকার দেহ। প্রথম থেকেই স্ত্রীকে খুনের অভিযোগ অস্বীকার করেছিলেন ৩৭ বছরের মিতেশ। কিন্তু, তদন্তকারীদেরতথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত জানায়, মিতেশই নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে স্ত্রীকে পরিকল্পনা করে শ্বাসরোধ করে খুন করেছেন।বিচারক জেমস গস জুরি বোর্ডের কাছে মিতেশের প্রাণদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব দিয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছে,সোশ্যাল ডেটিং অ্যাপে অস্ট্রেলিয়াবাসী অমিত পটেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মিতেশের। পরিকল্পনা করেন, স্ত্রীকে খুন করেতাঁর বিমার টাকা হাতিয়ে পাকাপাকি ভাবে চলে যাবেন অস্ট্রেলিয়া। সেখানে তাঁর পুরুষসঙ্গী অমিতের সঙ্গে পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিলেন তিনি। তদন্তকারীদের তথ্যপ্রমাণ অনুযায়ী, মিতেশ সমকামী সম্পর্কে ঢোকার জন্যই নিজের স্ত্রীকে খুন করেছেন।

Advertisement

আরও পড়ুন: পায়ে বুট, সুড়ঙ্গের মধ্যে উদ্ধার ৫০০ বছরের প্রাচীন রহস্যময় কঙ্কাল

চ্যাটে স্ত্রী জেসিকাকে খুনের পরিকল্পনার কথা অমিতকে জানিয়েছিলেন মিতেশ বলে প্রমাণ পেয়েছিলেন তদন্তকারীরা। বিভিন্ন সময়ে তিনি ‘স্ত্রীকে খুন করতে হবে’, ‘ইনসুলিন ওভারডোজ’, ‘স্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে একজন ষড়যন্ত্রকারী প্রয়োজন’, ‘ইউকের কোনও হত্যাকারীকে ভাড়া করব’— এমন সব কথা লিখেছিলেন।

আরও পড়ুন: গাঁজা চাষে প্রচুর চাকরি, ডাকছে কানাডা

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন