ভারতীয় খুনি বাবা গ্রেফতার

বছর খানেকের এক শিশুকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুনের অভিযোগে লন্ডনে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করল স্কটল্যান্ড ইয়ার্ড। ধৃতের নাম, বিদ্যাসাগর দাস (৩৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লন্ডন শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০৩:৫৫
Share:

বিদ্যাসাগর দাস

বছর খানেকের এক শিশুকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুনের অভিযোগে লন্ডনে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করল স্কটল্যান্ড ইয়ার্ড। ধৃতের নাম, বিদ্যাসাগর দাস (৩৩)। পুলিশের ধারণা, এই ব্যক্তি ওই শিশুটির বাবা। ছেলেকে খুনের পর নিজের মেয়েকেও সে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সে ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি।

Advertisement

শনিবার রাতে পূর্ব লন্ডনের ফিন্সবেরি পার্ক এলাকার ঘটনা। তার পর থেকেই ফেরার ছিল বিদ্যাসাগর। পরে তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনার নৃশংসতায় সিঁটিয়ে রয়েছেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘রাত তখন এগারোটা। পাশের ফ্ল্যাটে চিৎকার শুনেই বেরিয়ে দেখি— মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে গ্যাব্রিয়েল। বোন মারিয়াকেও দেখি হামলার আতঙ্কে দিশাহারা।’’ পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন লন্ডনের হোটেলে কাজ করলেও সম্প্রতি চাকরি ছেড়ে দেয় বিদ্যাসাগর। রোমানীয় বান্ধবী ও দুই যমজ সন্তানকে নিয়ে থাকত ফিন্সবেরি পার্কেরা বহুতল আবাসনে। বিদ্যাসাগর দাস কি বাঙালি— এ ব্যাপারেও ধন্দ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন