Indian-Origin Man

রিমোট নিয়ে অশান্তি, মাকে খুনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুবককে যাবজ্জীবন সাজা শোনাল ব্রিটেনের আদালত

গত বছরের সেপ্টেম্বরে মা মহীন্দর কউরকে খুনের অভিযোগ উঠেছিল পুত্র সুরজিৎ সিংহের বিরুদ্ধে। বার্মিংহাম ক্রাউন কোর্ট দিন কয়েক আগেই সুরজিৎকে দোষী সাব্যস্ত করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১
Share:

—প্রতীকী চিত্র।

টিভির রিমোট নিয়ে মায়ের সঙ্গে অশান্তি। রাগের মাথায় বৃদ্ধ মায়ের উপর হামলা। ঘরের মেঝেতে ফেলে পর পর লাথি। আর তার পরেই মৃত্যু হল বৃদ্ধার। মাকে খুন করার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ব্রিটেনের এক আদালত।

Advertisement

গত বছরের সেপ্টেম্বরে মা মহীন্দর কউরকে খুনের অভিযোগ উঠেছিল পুত্র সুরজিৎ সিংহের বিরুদ্ধে। বার্মিংহাম ক্রাউন কোর্ট দিন কয়েক আগেই সুরজিৎকে দোষী সাব্যস্ত করে। বিচারপ্রক্রিয়া চলাকালীন প্রমাণ হয়, সুরজিৎ নিয়মিত কোকেন খেতেন এবং মদ্যপান করতেন। প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাড়ি ফিরতেন। ঘটনার দিন বাড়ি ফিরতেই মায়ের সঙ্গে অশান্তি শুরু হয় তাঁর। অশান্তির সূত্রপাত টিভির রিমোট নিয়ে। পরে মহিন্দর পুত্রের মদ্যপান নিয়ে আপত্তি করেন। রাগে ৭৬ বছর বয়সি মাকে মেঝেতে ফেলে প্রথমে পর পর লাথি মারতে থাকেন সুরজিৎ। পরে ছুরি নিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহীন্দরের। মাকে খুন করে বাড়ি থেকে বার হয়ে এক আত্মীয়কে ফোন করে অপরাধ স্বীকার করেন সুরজিৎ।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ওই আত্মীয় তৎক্ষণাৎ ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement