নিউ জার্সিতে আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন মুলুকে ফের আক্রান্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। গত সপ্তাহে নর্থ ব্রুনউইস্কের ঘটনা। পুলিশ জানিয়েছে, প্রতি দিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন রোহিত পটেল (৫৭) নামে ওই ব্যক্তি। তাঁকে অনুসরকণ করছিলেন নাইল কিলগোর নামে এক যুবক। আচমকাই পিছন থেকে এসে রোহিতবাবুকে মাথায় ও মুখে ঘুঁষি মারে সে। রক্তাক্ত অবস্থায় রোহিতবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই কিলগোরকে গ্রেফতার করে পুলিশ। তবে পরে জামিনে মুক্তি পায় সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৬:১৩
Share:

মার্কিন মুলুকে ফের আক্রান্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। গত সপ্তাহে নর্থ ব্রুনউইস্কের ঘটনা। পুলিশ জানিয়েছে, প্রতি দিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন রোহিত পটেল (৫৭) নামে ওই ব্যক্তি। তাঁকে অনুসরকণ করছিলেন নাইল কিলগোর নামে এক যুবক। আচমকাই পিছন থেকে এসে রোহিতবাবুকে মাথায় ও মুখে ঘুঁষি মারে সে। রক্তাক্ত অবস্থায় রোহিতবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই কিলগোরকে গ্রেফতার করে পুলিশ। তবে পরে জামিনে মুক্তি পায় সে।

Advertisement

আক্রান্তের ছেলে দীপেন পটেল প্রশ্ন তোলেন, বার বার একই অপরাধ করা সত্ত্বেও পুলিশ কী ভাবে অভিযুক্তকে ছেড়ে দিল। পাশাপাশি তিনি এটাও জানান, ভারতীয়দের উপর এ রকম হামলা হতে থাকলে ঘর থেকে বেরনোই অসম্ভব হয়ে পড়বে। গত মে-তেই ব্রিটেন থেকে মার্কিন মুলুকে আসেন সস্ত্রীক আসেন দীপেন। বাবার উপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে ওই দেশ ছাড়ার কথা ভাবছেন বলেও জানান তিনি।

মার্কিন মুলুকে ভারতীয়দের উপর হামলার ঘটনা এই প্রথম নয়। বর্ণবিদ্বেষের কারণে এর আগেও ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলা হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা কম।

Advertisement

গত ৬ ফেব্রুয়ারিতেই সুরেশভাই পটেল নামে এক ব্যক্তিকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement