ভারতীয় ছাত্রকে গুলি করে খুন ক্যালিফোর্নিয়ায়

গত তিন বছর ধরে ক্যালিফোর্নিয়ায় অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেন। কয়েক মাস আগে স্থানীয় ফ্রেসনোর গ্যাস স্টেশনের পাশে একটি মুদির দোকানে কাজে ঢুকেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৫:২৮
Share:

মৃত ধর্মপ্রীত সিংহ জেসার। ছবি: সংগৃহীত।

পড়তেন বিশ্ববিদ্যালয়ে। আর হাত খরচের জন্য কাজ করতেন একটি দোকানে। কিন্তু, সেই কর্মস্থলেই গুলিতে মারা গেলেন ভারতীয় ছাত্র ধর্মপ্রীত সিংহ জেসার।

Advertisement

ক্যালিফোর্নিয়ার একটি দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী, ধর্মপ্রীত আদতে পঞ্জাবের ছেলে। গত তিন বছর ধরে ক্যালিফোর্নিয়ায় অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেন। কয়েক মাস আগে স্থানীয় ফ্রেসনোর গ্যাস স্টেশনের পাশে একটি মুদির দোকানে কাজে ঢুকেছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে সেখানেই কাজ করছিলেন। সেই সময়ে চার বন্দুকধারী ডাকাত দোকানটিতে হামলা চালায়। ধর্মপ্রীত দোকানের ক্যাশ কাউন্টারের পিছনে লুকনোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দোকানের সর্বস্ব লুঠ করে পালানোর সময় এক বন্দুকবাজ ধর্মপ্রীতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যাল ওই ছাত্র।

আরও পড়ুন: প্রার্থী বাছাই নিয়ে স্নায়ুযুদ্ধে মোদী-রাহুল

Advertisement

বুধবার সকালে এক ক্রেতা দোকানের ভিতর ধর্মপ্রীতের দেহ দেখতে পান। এর পরেই খবর যায় পুলিশের কাছে। গোটা ঘটনাটি দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, ওই ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর ফ্রেসনো কাউন্টি শেরিফের ডেপুটি হামলাকারীদের মধ্যে এক জন অরমিতরাজ সিংহ অটওয়াল নামে এক ভারতীয় বংশোদ্ভূতকে চিহ্নিত করেন। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শেরিফ জে ভারনে জানান, ধর্মপ্রীত একটি ডাকাতির ঘটনার বলি হলেন। তা খুবই দুঃখজনক।

মাদেরা কাউন্টি শেরিফের তরফে করা ফেসবুক পোস্ট

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ একটি টুইটে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন