International News

সীমান্ত টপকে তিব্বতে ঢুকেছে ভারতীয় বাহিনী, অভিযোগ চিনের

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং মঙ্গলবার বলেছেন, ‘‘দিল্লি ও বেজিংয়ে কূটনৈতিক স্তরে বিষয়টি ভারতকে জানানো হয়েছে। জানানো হয়েছে চিনের অবস্থান। দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আশা, ভারত আমাদের এই মনোভাব বুঝতে পারবে। আর সীমান্ত টপকে যে বাহিনী ঢুকে পড়েছে, দেরি না করে ভারত তাদের ফিরিয়ে নেবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ১৮:০৭
Share:

যেখানে ভারতীয় জওয়ানরা সীমান্ত টপকেছেন বলে চিনের দাবি।

এ বার ভারতীয় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগল চিন। বেজিংয়ের অভিযোগ, ‘ভারতীয় বাহিনীর জওয়ানরা নিয়ম ভেঙে চিনের সীমান্ত টপকে তিব্বতে ঢুকেছে’। দিল্লি ও বেজিংয়ে কূটনৈতিক স্তরে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে বলে চিনের তরফে জানানো হয়েছে। চিনের দাবি, ওই এলাকা থেকে অবিলম্বে ভারতীয় বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে হবে।

Advertisement

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং মঙ্গলবার বলেছেন, ‘‘দিল্লি ও বেজিংয়ে কূটনৈতিক স্তরে বিষয়টি ভারতকে জানানো হয়েছে। জানানো হয়েছে চিনের অবস্থান। দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আশা, ভারত আমাদের এই মনোভাব বুঝতে পারবে। আর সীমান্ত টপকে যে বাহিনী ঢুকে পড়েছে, দেরি না করে ভারত তাদের ফিরিয়ে নেবে।’’

ও দিকে, হিমালয়ে নাথু লা দিয়ে মানস সরোবরে যাওয়ার জন্য যে ভারতীয় তীর্থযাত্রীরা তিব্বতে ঢুকেছিলেন, ‘নিরাপত্তার কারণে’ গতকালই তাঁদের মানসযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে বেজিং। মানসযাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না, এই দোটানায় ভারতীয় তীর্থযাত্রীদের সীমান্তে প্রায় সপ্তাহখানেক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে তাঁরা গ্যাংটকে ফিরে যান।

Advertisement

আরও পড়ুন- আল কায়েদার নিশানায় এ বার ভারতীয় সেনারা

ভারতীয় মানসযাত্রীদের ওপর বেজিংয়ের নিষেধাজ্ঞা ও ভারতীয় বাহিনীর চিনা সীমান্ত টপকানোর অভিযোগকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক যে ফের কিছুটা শিথিল হয়েছে, সন্দেহ নেই।

এ ব্যাপারে চিনের কঠোর মনোভাবের পরিচয় মিলেছে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াঙের বিবৃতিতেও। শুয়াঙ বলেছেন, ‘‘ভারত-চিন সীমান্ত টপকে তিব্বতে ঢুকে পড়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। ডংল্যাঙে তারা চিনের সীমান্ত রক্ষী বাহিনীর রোজকার কাজকর্মে বাধাও দিয়েছে। তার ফলে চিনের সীমান্ত রক্ষী বাহিনীকেও পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন