ফিরলেন আটক ভারতীয়রা

অবশেষে ব্রাসেলসের বিমানবন্দরে আটকে পড়া ভারতীয়দের নিয়ে জেটের বিমান দেশের মাটি ছুঁল। শুক্রবার মুম্বই বিমানবন্দরে তখনও ভোরের আলো ফোটেনি। রাতজাগার ক্লান্তি নিয়েই স্বজনদের অপেক্ষায় ভিড়ে ঠাসা বিমানবন্দর চত্বর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৩:২৫
Share:

অবশেষে ব্রাসেলসের বিমানবন্দরে আটকে পড়া ভারতীয়দের নিয়ে জেটের বিমান দেশের মাটি ছুঁল।

Advertisement

শুক্রবার মুম্বই বিমানবন্দরে তখনও ভোরের আলো ফোটেনি। রাতজাগার ক্লান্তি নিয়েই স্বজনদের অপেক্ষায় ভিড়ে ঠাসা বিমানবন্দর চত্বর। শেষ পর্যন্ত সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভোর ৫টা ১০ নাগাদ বিমান মুম্বই পৌঁছল। নিদির্ষ্ট পথেই একে একে তখন বেরিয়ে আসছেন যাত্রীরা। কেউ জড়িয়ে ধরেছেন নিকট আত্মীয়কে, কারও চোখে জল, কেউ বা একেবারেই চুপ! সে এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল মুম্বই।

মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইএসের আত্মঘাতী হামলার পর বিমানবন্দরেই আটকে ছিলেন ২৪২ ভারতীয় যাত্রী সহ ২৮ জন বিমানকর্মী। বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয় জাভেন্তেম বিমানবন্দর। শেষ পর্যন্ত জেট কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন বৃহস্পতিবার। সড়কপথে যাত্রী ও বিমানকর্মীদের নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। বিশেষ অনুমতি নিয়ে খালি বিমানগুলি উড়িয়ে আনা হয় সেখানেই। বিমানগুলি দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে বলে জানান জেট কর্তৃপক্ষ। কিন্তু দুর্ভোগ পিছু ছাড়েনি। দিল্লিগামী বিমানটি ওড়ার ঠিক আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়। মুম্বইগামী বিমানেই শেষে সওয়ার হন দিল্লির যাত্রীরা। তবে দুর্ঘটনার জেরে আটকে থাকা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে জেট কর্তৃপক্ষ নিরাপত্তার দিকটি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement