শাহরুখকে দেখতে ফের ভারতে আসতে চান মুক্ত পাক-বন্দি

শাহরুখ খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান থেকে এসেছিলেন আবদুল্লা। বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পার হওয়ায় ২০১৮ সালে তাঁকে আত্তারি থেকে গ্রেফতার করেছিল বিএসএফ।

Advertisement

সংবাদ সংস্থা   

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০২:০০
Share:

শাহরুখ খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান থেকে এসেছিলেন আবদুল্লা। বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পার হওয়ায় ২০১৮ সালে তাঁকে আত্তারি থেকে গ্রেফতার করেছিল বিএসএফ। তার পরের এক বছর ভারতের জেলেই কেটেছে একুশ বছরের এই যুবকের। যদিও কিং খানের সঙ্গে দেখা হয়নি এ যাত্রায়। হয়নি স্বপ্নপূরণ। তাই দেশে ফেরার আগে ফের ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন এই বলিউডপ্রেমী। সে বার সীমান্তে কুচকাওয়াজ দেখতে এসে ভারতে ঢুকে পড়ার ‘সুযোগ’ ছাড়েননি এই শাহরুখ ভক্ত। ফিরে যাওয়ার আগেও বলেছেন, ‘‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ভারতে আসা ও শাহরুখের সঙ্গে দেখা করা। তা তো হল না। আবার তাই এ দেশে আসব।’’

Advertisement

পাক হাই কমিশনারের ছাড়পত্র পাওয়ার পরে গত কাল আত্তারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফেরেন আবদুল্লা ও মহম্মদ ইমরান কুরেশি ওয়ারসি। ২০০৪ সালে বৈধ কাগজপত্র নিয়েই ভারতে এসেছিলেন ইমরান। কলকাতায় আত্মীয়দের সঙ্গে দেখাও করতে আসেন। কিন্তু ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও চার বছর এ দেশে ছিলেন। ২০০৮ সালে ভোপালে পাসপোর্ট আনতে যাচ্ছিলেন ইমরান। সেই সময়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে ভোপালের জেলেই ছিলেন তিনি।

পাকিস্তানের করাচিতে স্ত্রী ও সংসার রয়েছে ইমরানের। কলকাতাতেও রয়েছেন অন্য স্ত্রী ও দুই সন্তান। পাকিস্তানে ফিরে শীঘ্রই তাঁদের নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement