Missing Indian American Student Sudiksha Konanki

নিখোঁজ সুদীক্ষার খোঁজে বিশ্বজোড়া নোটিস জারি ইন্টারপোলের, শেষ বার দেখা গিয়েছিল কার সঙ্গে?

গত বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশের পুন্টা কানায় রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে সুদীক্ষাকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। তাঁর খোঁজেই এ বার হলুদ নোটিস জারি করেছে ইন্টারপোল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:১১
Share:

নিখোঁজ তরুণী সুদীক্ষা কোনাঙ্কি। ছবি: সংগৃহীত।

ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত সুদীক্ষা কোনাঙ্কির এখনও কোনও সন্ধান মেলেনি। সেই আবহেই এ বার সুদীক্ষার খোঁজে বিশ্বজোড়া হলুদ সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা ইন্টারপোল।

Advertisement

তবে সুদীক্ষার খোঁজ না মিললেও তাঁর পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে সে দেশের এক সমুদ্রসৈকতে। গত বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশের পুন্টা কানায় রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে তাঁকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। সেই সুদীক্ষার খোঁজেই এ বার হলুদ নোটিস জারি করেছে ইন্টারপোল। উল্লেখ্য, ইন্টারপোলের মাধ্যমে নোটিস জারি করার উদ্দেশ্য হল ইন্টারপোলের সদস্য প্রতিটি রাষ্ট্রকে সতর্ক করে দেওয়া। ইন্টারপোলের বেগুনি, কমলা, সবুজ, কালো, নীল, হলুদ ও লাল প্রভৃতি রঙের নোটিস রয়েছে। এক এক রঙের নোটিসের অর্থ এক এক ধরনের। সাধারণত ‘ব্যাখ্যাতীত অন্তর্ধান’ বোঝাতে ‘ইয়েলো নোটিস’ বা হলুদ সতর্কতা জারি করা হয়। এই নোটিস জারি করলে সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থা নিজ নিজ দেশে নিখোঁজ ব্যক্তির খোঁজ শুরু করে।

ডমিনিকান ন্যাশনাল পুলিশ জানিয়েছে, ৬ মার্চ স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টা ১৫ মিনিটে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা। সমুদ্রসৈকতের অদূরে বসানো এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভোরে এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে সুদীক্ষাকে দেখা গিয়েছে। এর পরেই আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। সুদীক্ষার সঙ্গে ওই সময় যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে থাকতে পারেন ওই তরুণী। অপহৃত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ বার তাঁকে জোশুয়া রিবে নামে এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল। সে সময় সুদীক্ষার পরনে ছিল বাদামি বিকিনি, কানের দুল, হাতে ছিল নানা রঙের পুঁতির ব্রেসলেট। জোশুয়া জানিয়েছেন, তিনি ও সুদীক্ষা সমুদ্রসৈকতে কোমরজলে নেমে চুম্বন করছিলেন। তখনই ঢেউয়ের তোড়ে ভেসে যান সুদীক্ষা। প্রশিক্ষিত লাইফগার্ড জোশুয়ার দাবি, তিনি তাঁকে জল থেকে তুলেও আনেন। কোনও রকমে সৈকতে এসেই অজ্ঞান হয়ে যান জোশুয়া। পরে সিসি ক্যামেরার ফুটেজেও তাঁকে একাই হোটেলে ফিরতে দেখা গিয়েছে।

Advertisement

তবে ওই সমুদ্রসৈকতেই একটি চেয়ারে সাদা রঙের পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশেই মিলেছে বালিমাখা এক জোড়া চটিও। তদন্তকারীদের অনুমান, ওই পোশাক এবং জুতো সুদীক্ষারই। সম্ভবত সেগুলি চেয়ারের উপর রেখে বিকিনি পরে সমুদ্রে নেমেছিলেন তিনি। সুদীক্ষা নিখোঁজ হওয়ার পর থেকে উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যেরাও। তিনি তলিয়ে গিয়েছেন, না কি তাঁকে কেউ অপহরণ করেছেন, তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement