China

চিনা আধিকারিকের বিরুদ্ধে

এক দশকেরও বেশি সময় আগে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পরে দল ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করার কথা ঘোষণা করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৮
Share:

—প্রতীকী চিত্র।

দুর্নীতির অভিযোগে চিনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া-সহ দুই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় আগে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পরে দল ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করার কথা ঘোষণা করেন। সেই অভিযানের অংশ হিসাবে দুই প্রতিরক্ষা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। চিনা প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ঝাং ইউশিয়া এবং লিউ ঝেনলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে। ৭৫ বছর বয়সি ঝাং ইউশিয়া হলেন দুই সিএমসি ভাইস চেয়ারম্যানের মধ্যে সিনিয়র জেনারেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন