Sheikh Hasina

গণআন্দোলনের সময় ‘মানবতাবিরোধী’ পদক্ষেপ! শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে

সোমবার বাংলাদেশে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দফতরে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৬:২৭
Share:

শেখ হাসিনা। — ফাইল চিত্র।

গত বছর জুলাইয়ে গণআন্দোলনের সময় ‘মানবতাবিরোধী’ পদক্ষেপ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এই নিয়ে মামলা করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হল। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দফতরে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

Advertisement

হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং গণআন্দোলনের সময়ে বাংলাদেশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। নিয়ম হল, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের রিপোর্ট চিফ প্রসিকিউটরের দফতরে জমা করেন। তিনি সেই রিপোর্ট পর্যালোচনা করে চার্জশিট হিসেবে তা ট্রাইব্যুনালে জমা করেন।


Advertisement

গত বছর অগস্ট মাসে গণআন্দোলনের কারণে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। তার পরেই ওই সংক্রান্ত অভিযোগের তদন্তের জন্য নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে এই গণআন্দোলনের সময়ের মামলা ছাড়াও আরও দু’টি মামলা রয়েছে। আওয়ামী লীগের শাসনকলে রাজনৈতিক অপরাধীদের ‘গুম’ করার অভিযোগে একটি মামলা হয়েছে। দ্বিতীয়টি হয়েছে, ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement