হজ দুর্ঘটনার জন্য ক্ষমা চাক সৌদি, দাবি ইরানের

হজে পদপিষ্ট হয়ে প্রায় হাজার জন পুণ্যার্থীর মৃত্যুতে আগেই সৌদি প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। রবিবার এই দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে সরাসরি সৌদি আরবকে ক্ষমা চাইতে বললেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৫
Share:

হজে পদপিষ্ট হয়ে প্রায় হাজার জন পুণ্যার্থীর মৃত্যুতে আগেই সৌদি প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। রবিবার এই দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে সরাসরি সৌদি আরবকে ক্ষমা চাইতে বললেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

Advertisement

খামেনেই তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘‘একে-ওকে দোষ দেওয়ার বদলে সৌদি সরকার নিজে গোটা ঘটনার দায় স্বীকার করুক। যে মুসলিম পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে এই ঘটনায় তাঁদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিক। আমরা এই বিষয়টি এত সহজে ছেড়ে দেব না।’’ সৌদি দুর্ঘটনার জন্য গত কালই প্রশাসনিক গাফিলতির দায়ী করেছিল ইরান-সহ মুসলিম দুনিয়ার একটা বড় অংশ। সৌদি সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান। সেই সুরেই রবিবার খামেনেই বলেছেন, ‘‘এক হাজার জনেরও মৃত্যু কোনও ছোট ঘটনা নয়। ইসলামি দেশগুলি উত্তরের জন্য তাকিয়ে রয়েছে সৌদির দিকে।’’ মৃতদের মধ্যে রয়েছেন ইরানের প্রায় দেড়শো বাসিন্দা। সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে আসা তিনশো’রও বেশি মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে রয়েছেন লেবাননের প্রাক্তন রাষ্ট্রদূতও।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠক থেকে ইরানের অভিযোগ উড়িয়েছেন সৌদির বিদেশমন্ত্রী আবদেল আল-জুবের। তিনি বলেছেন, ‘‘এটা রাজনীতি করার মতো বিষয় নয়। এখনও তদন্তের ফল হাতে পাইনি আমরা। আশা করব তা আসা পর্যন্ত ইরানের নেতারা অপেক্ষা করবেন। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত তাঁদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement