Iran-Israel Conflict

ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের মাঝে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতোল্লা খামেনেই, জানাচ্ছে ইরানের সংবাদমাধ্যম

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। পুত্র মোজতবা এবং পরিবারের অন্য সদস্যেরাও তাঁর সঙ্গে রয়েছেন ওই বাঙ্কারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৯:২০
Share:

আয়াতোল্লা আলি খামেনেই। — ফাইল চিত্র।

ইরানের উপর গত শুক্রবার থেকে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইজ়রায়েলের উপর। দুই দেশের সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই কোথায়, উঠেছে সেই প্রশ্ন। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। প্রশাসনের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম। তারা এ-ও জানিয়েছে যে, পুত্র মোজতবা এবং পরিবারের অন্য সদস্যেরাও তাঁর সঙ্গে রয়েছেন ওই বাঙ্কারে।

Advertisement

ইরানের সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, লাভিজ়ানে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। এর আগে ২০২৪ সালের এপ্রিল এবং অক্টোবরে যখন ইজ়রায়েলের উপর হামলা চালিয়েছিল ইরান, তখনও তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন বলে সূত্রের খবর। সে বারও সঙ্গে ছিল তাঁর পরিবার। ইজ়রায়েলের সংবাদ মাধ্যম দাবি করেছে, রবিবার ইরানের মাশহাদে আক্রমণ করে আসলে খামেনেইকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। ইজ়রায়েলে ইরানের হানায় মৃত্যু হয়েছে ২৬ জনের। অন্য দিকে, ইরানে প্রাণ হারিয়েছেন ২২৪ জন। ইজ়রায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের ঘাঁটি আক্রমণ করেছে। তাদের আরও দাবি, এই ঘাঁটি থেকেই হুথি কিংবা হিজ়বুল্লার মতো গোষ্ঠীগুলিকে পরিচালনা করা হত। অন্য দিকে, রবিবার মধ্যরাতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হানায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভে আমেরিকার দূতাবাস। আপাতত দূতাবাসের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। সে কথা জানিয়েছেন ইজ়রায়েলের মার্কিন দূত মাইক হাকাবি।

Advertisement

আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইজ়রায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শীঘ্রই ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। যদিও ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ উন্নয়নমূলক কাজের জন্যই পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। দুই দেশের সংঘাতের সূত্রপাত এই থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement