International News

‘ইরানকে ভয় দেখাবেন না’, আমেরিকার চোখে চোখ রেখে হুঁশিয়ারি রৌহানির

প্রেসিডেন্ট হাসান রৌহানি তাঁর টুইটে লিখেছেন, ‘‘ইরানকে কখনও ভয় দেখাবেন না।’’

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই ও ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১২:২২
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির সামনে মাথা না নুইয়ে পাল্টা হুমকি দিল ইরান। জানাল, ইরানকে ভয় দেখিয়ে লাভ হবে না।

Advertisement

মার্কিন ড্রোন হানার বদলা নিলে ইরানের ৫২টি এলাকা আমেরিকা গুঁড়িয়ে দেবে বলে টুইটে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি তাঁর টুইটে লিখেছেন, ‘‘ইরানকে কখনও ভয় দেখাবেন না।’’

সোমবার জেনারেল সোলেমানির শেষকৃত্যে আবেগরুদ্ধ হয়ে কেঁদে ফেলেন ইরানি প্রেসিডেন্ট।রৌহানি ইরানের রাজনীতিতে কিছুটা মধ্যপন্থী বলেই পরিচিত।

Advertisement

তবে রৌহানির চেয়েও চড়া সুর শোনা গিয়েছে ইরানের নতুন সেনাকর্তা জেনারেল ইসমাইল ঘানির গলায়। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের সেনাকর্তা জেনারেল কাসেম সোলেমানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ঘানি বলেছেন, ‘‘আল্লার সাহায্য নিয়ে শহিদ সোলেমানির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে ইরান। সোলেমানির শহিদ হওয়ার বদলা নিতে আমেরিকাকে এই অঞ্চল থেকে হঠিয়ে দেবে।’’

ইরান বহু দিন ধরেই লাগোয়া দেশগুলি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে সরব। ইরানের সেই দাবির পালে আরও হাওয়া লেগেছে রবিবার, বাগদাদ থেকে মার্কিন সেনা সরানোর জন্য ইরাকি পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হওয়ায়। ইরাকি পার্লামেন্টে গৃহীত সেই প্রস্তাব দু’দেশকেই মেনে চলতে হবে বলে বাগদাদে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন ইরাকের তদারকি প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদি।

ইরাকে এই মুহূর্তে ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

তাঁর টুইটে ইরানি প্রেসিডেন্ট রৌহানি এও মনে করিয়ে দিয়েছেন, অতীতে ইরানি বিমানের উপর মার্কিন আঘাতে ২৯০ জন মানুষের মৃত্যু হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন