আইএসকে হঠিয়ে ফের ইরাকি সেনার দখলে রামাদি

রামাদি-কে ফের নিজেদের দখলে আনল ইরাকি সেনা। বেশ কিছু দিন ধরেই ইরাকের পুরনো এই সরকারি চত্বর দখল করে রেখেছিল আইএস জঙ্গিরা। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম চালাত ওই জঙ্গি সংগঠন। তবে, ইরাক সেনার সাম্প্রতিক আক্রমণ আর প্রতিহত করতে পারেনি তারা। তাদের সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে রামাদি পুনর্দখল করে ইরাকি সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৩
Share:

রামাদি-কে ফের নিজেদের দখলে আনল ইরাকি সেনা। বেশ কিছু দিন ধরেই ইরাকের পুরনো এই সরকারি চত্বর দখল করে রেখেছিল আইএস জঙ্গিরা। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম চালাত ওই জঙ্গি সংগঠন। তবে, ইরাক সেনার সাম্প্রতিক আক্রমণ আর প্রতিহত করতে পারেনি তারা। তাদের সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে রামাদি পুনর্দখল করে ইরাকি সেনা।

Advertisement

সেনার এক মুখপাত্র জানিয়েছেন, গোটা চত্বর সম্পূর্ণ ভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনও জঙ্গির চিহ্নমাত্র নেই। তাঁর মতে, এই ঘটনা শহর এলাকায় আইএস জঙ্গিদের পতনের প্রমাণ। তবে, কোনও কোনও জায়গায় বিচ্ছিন্ন ভাবে আইএসের ছোটখাটো ঘাঁটি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই মুখপাত্র।

গত কয়েক সপ্তাহ ধরেই রামাদিকে নিজেদের দখলে নিয়ে আসতে চেষ্টা চালাচ্ছিল ইরাকি সেনা। বাগদাদ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর রামাদি আইএস দখল করে নিয়েছিল গত মে মাসে। সেই সময়ে সেনাকে হঠিয়ে দিয়ে রামাদি দখল করে নিয়েছিল জঙ্গিরা। সম্প্রতি সেনা পুনর্দখলের উদ্দেশ্যে রামাদি আক্রমণ করে। সেনা মুখপাত্র সাভা আল-নুমানি বলেন, ‘‘গোটা চত্বর আমাদের নিয়ন্ত্রণে এসেছে। রামাদিতে আইএস পরাজিত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন