Nawaz Sharif

আমি ছাড়া দেশের বাকি সবাই সৎ, ধার্মিক তো? প্রশ্ন শরিফের

বৈঠকে শরিফে দাবি করেছেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাঁর প্রশ্ন, ‘‘আমি কোনও দিন বেতনই নিইনি, আমি কী ঘোষণা করব?’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৮:৪৭
Share:

নওয়াজ শরিফ। ফাইল ছবি।

পানামা কেলেঙ্কারিতে জড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন নওয়াজ শরিফ। দুর্নীতির দায়ে সরে দাঁড়ানোর পর এ বার অন্যের সততা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘‘এই দেশের অন্য সবাই সৎ আর ধার্মিক তো?’’

Advertisement

গত কাল, শনিবার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর (পিএমএল-এন) এক বৈঠকে শরিফ ক্ষোভের সুরে বলেন, ‘‘দেশের সেবা করার জন্য আমি পুরস্কার বা সম্মান চাইনি। কিন্তু এ ধরনের অসম্মান পাপ্য ছিল না।’’ ওই বৈঠকে নিজেকে নির্দোষ দাবি করে শরিফের সখেদ মন্তব্য, ‘‘দেশের ২০ কোটি মানুষ যাঁকে নির্বাচিত করেছেন, তেমন কারও প্রতি এ ধরনের আচরণ করা প্রত্যাশিত নয়।’’

আরও পড়ুন: আল্পসে হোমি ভাবার বিমান ভেঙে পড়েছিল সিআইএ’র ষড়যন্ত্রে?

Advertisement

বৈঠকে শরিফে দাবি করেছেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাঁর প্রশ্ন, ‘‘আমি কোনও দিন বেতনই নিইনি, আমি কী ঘোষণা করব?’’ কোনও দিন ঘুষ নেননি বা অন্যায় কাজ করেননি বলেও বৈঠকে দাবি করেছেন শরিফ। তাঁর কথায়, ‘‘যদি আমি কোনও অন্যায় কাজ করতাম বা এই দেশ থেকে এমন কিছু নিতাম, যা আমার নয়, তা হলে আমি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement