এ বার টার্গেট নিউইয়র্ক? আইএস-এর নতুন ষড়যন্ত্রের আভাস

প্যারিসের পর টার্গেট ছিল জার্মানির হ্যানোভার। সেই ছক ব্যর্থ হওয়ায়, আইএস-এর নজরে এ বার নিউইয়র্ক। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) একটি ভিডিও ফুটেজ থেকে আইএস-এর এই নতুন ষড়যন্ত্রের আভাস পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১২:৩৭
Share:

প্যারিসের পর টার্গেট ছিল জার্মানির হ্যানোভার। সেই ছক ব্যর্থ হওয়ায়, আইএস-এর নজরে এ বার নিউইয়র্ক। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) একটি ভিডিও ফুটেজ থেকে আইএস-এর এই নতুন ষড়যন্ত্রের আভাস পেয়েছে। তার পরই নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়েছে নিউইয়র্কে।

Advertisement

আমেরিকা-সহ যতগুলি দেশ সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে অংশ নিয়েছে, সেই সব দেশেই নাশকতা চালানো হবে বলে হুমকি দিয়েছে আইএস। ফ্রান্সের রাজধানী ইতিমধ্যেই ভয়াবহ হামলার শিকার। আমেরিকার বড় শহরগুলি যে আইএস-এর হিট লিস্টে থাকবে তা মার্কিন প্রশাসন আগে থেকেই জানে। কিন্তু, আইএস এ বার ভিডিও ফুটেজ প্রকাশ করে নিউইয়র্কে হামলা চালানোর হুমকি দেওয়ায় এনওয়াইপিডি’র রক্তচাপ বাড়তে শুরু করেছে। ডেপুটি কমিশনার স্টিফেন ডেভিস জানিয়েছেন, নিউইয়র্ক জুড়ে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য পুলিশ ও গোয়েন্দারা প্রস্তুত বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এফবিআই সূত্রের খবর, যে ভিডিও ফুটেজের মাধ্যমে আইএস নিউইয়র্ককে তাদের পরবর্তী টার্গেট বলে ঘোষণা করেছে, সেই ফুটেজের কিছু কিছু অংশ পুরনো বা আগে হাতে আসা হুমকি ফুটেজের অংশবিশেষ। তবে এই ফুটেজে নতুন রেকর্ড করা বিষয়বস্তুও রয়েছে। প্যারিসে ভয়াবহ হামলার পর এমন হুমকি ফুটেজকে তাই কিছুতেই হালকাভাবে নেওয়া যাচ্ছে না।

Advertisement

মঙ্গলবার জঙ্গি হামলার আশঙ্কায় হ্যানোভারে হল্যান্ড-জার্মানি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করে দেয় জার্মান সরকার। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের উপস্থিত থাকার কতা ছিল ওই ম্যাচে। একাধিক সূত্র থেকে জার্মান গোয়েন্দারা খবর পান, স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে মের্কেলকে খুনের ছক কষেছে আইএস। তাই ম্যাচ শুরু দেড় ঘণ্টা আগে তা বাতিল ঘোষণা করা হয়। এ বার একই হুমকির মুখে নিউইয়র্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন