নিমরুদের ধ্বংসাবশেষ গুড়িয়ে দিল আইএস

ইরাকের নিমরুদে ফের হামলা চালিয়ে শতাব্দী প্রাচীন শহরের ধ্বংসাবশেষটুকুও মুছে ফেলল আইএস জঙ্গিরা। মার্চ মাসেই আসিরীয় শহরটি আক্রমণ করে একাধিক মূর্তি, স্থাপত্য ভেঙে গুড়িয়ে দিয়েছিল আইএস জঙ্গিরা। এ বার সেই ভগ্নাবশেষও ধুলোয় মিশিয়ে দিল তারা। শনিবার এই ভিড়িওটি প্রকাশ করেছে আইএস।

Advertisement

সংবাদসংস্থা

বাগদাদ শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০৩:২১
Share:

ইরাকের নিমরুদে ফের হামলা চালিয়ে শতাব্দী প্রাচীন শহরের ধ্বংসাবশেষটুকুও মুছে ফেলল আইএস জঙ্গিরা। মার্চ মাসেই আসিরীয় শহরটি আক্রমণ করে একাধিক মূর্তি, স্থাপত্য ভেঙে গুড়িয়ে দিয়েছিল আইএস জঙ্গিরা। এ বার সেই ভগ্নাবশেষও ধুলোয় মিশিয়ে দিল তারা। শনিবার এই ভিড়িওটি প্রকাশ করেছে আইএস।

Advertisement

আসিরীয় সম্রাট এবং দেবতাদের প্রতিকৃতি খোদাই করা কয়েক হাজার বছরের পুরনো পাথরের দেওয়ালগুলি বিরাট হাতুড়ি দিয়ে ভাঙছে জঙ্গিরা। এখানেই শেষ নয়। ধ্বংসাবশেষের ভিতরেই রাখা সারি সারি বিস্ফোরক ভরা পিপে। কয়েক মুহূর্তের মধ্যে সশব্দে তা ফেটে ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। সাত মিনিটের এই ভিডিওটিতে দেখা গিয়েছে এমনই ধ্বংসলীলা। গত মাসেই নিমরুদে আইএসের তাণ্ডবকে ‘যুদ্ধাপরাধ’ বলেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। মনে করা হচ্ছে সেই তাণ্ডবের শেষটাই ধরা পড়েছে সদ্য প্রকাশিত এই ভিডিওতে।

ভিডিওটিতে এক জঙ্গি ঘোষণা করেছে, ‘‘আল্লা ছাড়া অতীতে আর যে সব দেবতার উপাসনা করা হয়েছে, সেই সমস্ত মূর্তি ধ্বংস করে দেব আমরা।’’ আর এক জনের হুমকি, ‘‘আমরা মূর্তিপূজার সমস্ত চিহ্ন মুছে দেব, একেশ্বরবাদের প্রচার চালাব সারা বিশ্বে।’’ আগেই আসিরীয় সভ্যতার যাবতীয় নিদর্শন নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল আইএস। মসুল, নিনেদ, হাতরা, নিমরুদ— জঙ্গি থাবা থেকে রক্ষা পায়নি কোনও শহরই। শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, গোটা শহরটা মাটিতে মিশে গিয়ে মাথা তুলে রয়েছে কিছু কাঠামো। যা দেখে মনে করা হচ্ছে, আধুনিক ইমারত তৈরির প্রযুক্তির সাহায্য নিয়ে হাজার হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল এই সব স্থাপত্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন