দক্ষিণ ইরাকে সরছে আইএস, রাকায় সেনা

শেষবারের মতো শক্তি দেখানোর সুযোগ ছাড়ছে না ইসলামিক স্টেট। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মসুলে কোণঠাসা হয়ে পড়ার এ বার ইরাকের দক্ষিণে সরে যাওয়ার চেষ্টা করছে জঙ্গি গোষ্ঠীটি। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মসুলের ৭০ কিলোমিটার দক্ষিণে ইমান ঘারবি গ্রামে আইএস হানায় মৃত্যু হয়েছে দুই সাংবাদিক-সহ একাধিক মানুষের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

প্রতীকী ছবি।

সরকারি সেনার আক্রমণে ঘাঁটি নড়বড়ে মসুলে। তবু শেষবারের মতো শক্তি দেখানোর সুযোগ ছাড়ছে না ইসলামিক স্টেট। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মসুলে কোণঠাসা হয়ে পড়ার এ বার ইরাকের দক্ষিণে সরে যাওয়ার চেষ্টা করছে জঙ্গি গোষ্ঠীটি। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মসুলের ৭০ কিলোমিটার দক্ষিণে ইমান ঘারবি গ্রামে আইএস হানায় মৃত্যু হয়েছে দুই সাংবাদিক-সহ একাধিক মানুষের।

Advertisement

এ দিন ইমান ঘারবি গ্রামে আইএসের বিরুদ্ধে সেনার লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন ওই সাংবাদিকরা। আহত আরও দুই সাংবাদিক। টানা আট মাসের সংঘর্ষের পর ইরাকের সেনা জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই আইএসের হাত থেকে মসুল পুনরুদ্ধার করতে পারবে তারা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবারও মসুলে আইএসের শেষ কয়েকটি ঘাঁটিতে বিমান হামলা চালায় সেনা।

এ দিকে, সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটাতে বেগ পেতে হচ্ছে মার্কিন সেনা জোট। কারণ আধিপত্য কায়েম রাখতে গাড়ি বোমা ও মর্টার হামলা চালাচ্ছে জঙ্গিরা। সিরিয়ার এক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এ কথা জানিয়েছে। চলতি সপ্তাহেই রাকার ওল্ড সিটিতে ঢুকেছে সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। এখনও পর্যন্ত রাকার ৩০ শতাংশ এলাকা তারা দখল করতে পেরেছে। সেখানে খুব ধীরে এগোতে হচ্ছে তাদের। কারণ জমি ধরে রাখতে সেনাবাহিনীর উপর গাড়িবোমা, মর্টার হামলা চালাচ্ছে আইএস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement