পালমাইরা

মন্দির ধ্বংসের ছবি প্রকাশ করল আইএস

আইএস জঙ্গিরা সিরিয়ার পালমাইরায় দু’হাজার বছরের পুরনো বালশামিন মন্দির উড়িয়ে দিয়েছিল রবিবার। আর মঙ্গলবার সেই ধ্বংসলীলার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০১:৫৮
Share:

ধ্বংসের আগে পালমাইরা মন্দির (বাঁদিক) বিস্ফোরণের কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক (ডানদিকে)।

আইএস জঙ্গিরা সিরিয়ার পালমাইরায় দু’হাজার বছরের পুরনো বালশামিন মন্দির উড়িয়ে দিয়েছিল রবিবার। আর মঙ্গলবার সেই ধ্বংসলীলার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল তারা।

Advertisement

বাক্সবন্দি বিস্ফোরক বয়ে নিয়ে গিয়ে বালশামিন মন্দিরের ভিতরে রাখছে জঙ্গিরা — এমনই একটি ছবি আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। মন্দিরের দেওয়াল ঘেঁষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট ছোট ক্যান। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, ঘন, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে মন্দির ও তার আশপাশ। সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে, যেখানে বালশামিন মন্দিরটি ছিল, ঠিক সেই জায়গায় অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

মন্দির ধ্বংসের ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন। সৌধশহর পালমাইরায় যে ভাবে দু’হাজার বছরের পুরনো মন্দির অবলীলায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাতে স্তম্ভিত বান কি-মুন। দিন কয়েক আগে পালমাইরার পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন ডিরেক্টর খালিদ আল আসাদকে যে ভাবে মাথা কেটে খুন করে আইএস জঙ্গিরা, তারও তীব্র নিন্দা করেছেন মুন। গত কাল একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, ঐতিহ্য এবং সভ্যতাকে ধ্বংস করতে সিরিয়ায় একের পর এক অপরাধ হয়ে চলেছে। বালশামিন মন্দির ধ্বংস করার ঘটনা এবং খালিদ আল আসাদকে হত্যার ঘটনা সেই তালিকায় সর্বশেষ সংযোজন।

Advertisement

ছবি: এপি এবং রয়টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement