এ বার মহিলাদের মুণ্ডচ্ছেদ করল আইএস

অবাধে একের পর এক হত্যালীলা চালিয়ে গিয়েছে তারা। তাদের হাত থেকে রেহাই পায়নি নিষ্পাপ শিশুরাও। নির্মম ভাবে মানুষের মাথা কেটে সেই দৃশ্য অবলীলায় পোস্ট করেছে সোশ্যাল সাইটে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী (আইএসআইএস) এ বার দুই মহিলার মুণ্ডচ্ছেদ করল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০২:১৩
Share:

অবাধে একের পর এক হত্যালীলা চালিয়ে গিয়েছে তারা। তাদের হাত থেকে রেহাই পায়নি নিষ্পাপ শিশুরাও। নির্মম ভাবে মানুষের মাথা কেটে সেই দৃশ্য অবলীলায় পোস্ট করেছে সোশ্যাল সাইটে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী (আইএসআইএস) এ বার দুই মহিলার মুণ্ডচ্ছেদ করল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিরিয়ায়।

Advertisement

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা চর্চা করার অপরাধে প্রথম বার দুই মহিলার মাথা কাটল আইএস জঙ্গিরা। পুরুষদের মুণ্ডচ্ছেদ করায় সিদ্ধহস্ত ইসলামিক জঙ্গি গোষ্ঠী এ বার পুরুষদের সঙ্গে মহিলাদেরও মাথা কাটার নজির তৈরি করল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আব্দেল রহমান আজ জানিয়েছেন, গত রবিবার ও সোমবার জাদুবিদ্যা চর্চার অভিযোগে দুই মহিলার মুণ্ডচ্ছেদ করে আইএস জঙ্গিরা। একই অপরাধে মাথা কেটে নেওয়া হয় তাঁদের স্বামীদেরও। ঘটনা দু’টি ঘটেছে মায়াদিন এবং দের এজুর শহরে। নির্মম এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আইএস।

জাদুবিদ্যা বা জাদুর নানা কৌশলকে একেবারেই মানতে চায় না আইএস জঙ্গিরা। তারা মনে করে, জাদুবিদ্যা বা কালো জাদু আল্লাহের অস্তিত্বকে প্রশ্ন করে। এর আগে কালো জাদু চর্চা করার অপরাধে সিরিয়া ও ইরাকে হত্যালীলা ঘটিয়েছে আইএস। ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য জাদু দেখিয়ে আইএস জঙ্গিদের কাছে পার পায়নি নিরীহ জাদুকর।

Advertisement

তবে অতীতে আইএস-এর যাবতীয় ‘কীর্তি’-কে ওলটপালট করে দিল দুই মহিলার মুণ্ডচ্ছেদের এই ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement