কিডনির অসুখে ভুগছে মাসুদ: দিল্লি

শনিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের এক কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০১:৫৫
Share:

মাসুদ আজহার। —ফাইল চিত্র।

কিডনির অসুখে ভুগছেন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে তাঁর নিয়মিত ডায়ালিসিস হয়। শনিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের এক কর্তা।

Advertisement

মাসুদ পাকিস্তানেই রয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল ভারত। শুক্রবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও স্বীকার করেছেন, তাঁদের দেশেই রয়েছেন জইশ প্রধান। আমেরিকার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, ‘‘আমার কাছে যা খবর, মাসুদ পাকিস্তানে রয়েছেন। তবে তিনি অত্যন্ত অসুস্থ। বাড়ির বাইরেও যেতে পারেন না।’’ আর এ দিন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিভাগের এক কর্তা বলেন, ‘‘সাম্প্রতিক রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে, কিডনির অসুখ হয়েছে মাসুদের। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।’’

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদ। কালই কুরেশি জানিয়েছিলেন, মাসুদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান। এ দিন পাক বিদেশমন্ত্রী জানান, ভারত এবং অন্য কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর জন্য পাকিস্তানের মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না। সেই সঙ্গে তাঁর দাবি, জইশ-ই-মহম্মদের সদর দফতর পাক সরকার দখল করে নিয়েছে।

Advertisement

আরও পড়ুন: কালো তালিকায় ওসামা-পুত্র হামজ়া

পুলওয়ামা কাণ্ডে যে জইশ জড়িত এবং পাকিস্তানে থাকা ওই জঙ্গিগোষ্ঠীর শিবির ও নেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য গত বুধবারই ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি। কুরেশি এ দিন বলেন, ‘‘ভারত আমাদের নথি দিয়েছে। ভারত আমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইলে আমরাও কথা বলতে রাজি।’’ তিনি আরও বলেন, ‘‘এখানে এখন নতুন সরকার। এই সরকারের একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা রয়েছে। আমাদের নীতিও খুব পরিষ্কার।’’ তবে পুলওয়ামা হামলার দায় সত্যিই জইশ-ই-মহম্মদ নিয়েছে কি না, তা নিয়ে ‘এখনও ধন্দ’ রয়েছে বলে জানিয়েছেন কুরেশি। তাঁর দাবি, ‘‘পুলওয়ামা কাণ্ডের দায় নেওয়ার কথা অস্বীকার করেছে জইশ নেতারা।’’ ভারত-পাকিস্তানের এই টানাপড়েনের মধ্যেই বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া এলাকায় নতুন সদস্য নিয়োগ করেছে জঙ্গি সংগঠন আল বদর।

আরও পড়ুন: এফ-১৬ নিয়ে তথ্য চাইছে আমেরিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন