খাশোগির খুনির শাস্তি চান প্রেমিকা

গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনসুলেটে বিয়ের প্রয়োজনীয় নথি জমা দিতে গিয়েছিলেন খাশোগি। সঙ্গেই ছিলেন হাতিস। কিন্তু ১১ ঘণ্টা অপেক্ষার পরেও ফেরেননি প্রেমিক। 

Advertisement

সংবাদ সংস্থা

আঙ্কারা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০২:৩০
Share:

তুর্কি এক টিভি চ্যানেলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির প্রেমিকা হাতিস সেনগিস। ছবি: এপি।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুনের পরে কেটে গিয়েছে ২৫ দিন। সেই ঘটনার পরে প্রথম বারের জন্য তুর্কি এক টিভি চ্যানেলে দেখা গেল তাঁর বিধ্বস্ত প্রেমিকা হাতিস সেনগিসকে।

Advertisement

কাল ওই সাক্ষাৎকারে খাশোগি-খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন হাতিসকে। সেই আমন্ত্রণও ফেরালেন ওই তুর্কি মহিলা। তাঁর দাবি, তদন্তে ট্রাম্প সে ভাবে পদক্ষেপ করছেন না। সাংবাদিক খুনে জড়িত সন্দেহে রিয়াধ যে ১৮ জনকে গ্রেফতার করেছে, তাদের তুরস্কে বিচারের দাবি জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান। আজ তাঁদের প্রত্যর্পণের আর্জি ফিরিয়ে দিয়েছে সৌদি প্রশাসন।

গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনসুলেটে বিয়ের প্রয়োজনীয় নথি জমা দিতে গিয়েছিলেন খাশোগি। সঙ্গেই ছিলেন হাতিস। কিন্তু ১১ ঘণ্টা অপেক্ষার পরেও ফেরেননি প্রেমিক।

Advertisement

গত কাল ওই সাক্ষাৎকারে খাশোগিকে ‘দেশভক্ত’ অ্যাখ্যা দিয়েছেন হাতিস। বেশ কয়েক বার কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে তাঁকে। খাশোগি চলে যাওয়ার পরে তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছে বলে জানিয়ে হাতিস বলেন, ‘‘বিয়ের জন্য ওর এমন পরিণতি হবে জানলে ওঁকে বিয়ে করতেই চাইতাম না। এমনকি ওঁর বিরুদ্ধে সৌদি প্রশাসন কোনও ষড়যন্ত্র করছে, তা জানলে সে দিন কনসুলেটে ঢুকতেও দিতাম না। তার পরে পঁচিশ দিন কেটে গিয়েছে। প্রতিদিনই যেন মরছি আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন