Jammu And Kashmir

কাশ্মীর নিয়ে সাড়া দেয়নি আন্তর্জাতিক মহল, মানলেন ইমরান

চিনা আগ্রাসনের বিরুদ্ধে হংকংয়ের বিক্ষোভ গোটা বিশ্বের নজর কাড়লেও, কাশ্মীরের ক্ষেত্রে তা হয়নি বলেও আক্ষেপ করেন ইমরান।

Advertisement

সংবাদ সংস্থা

বন শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ২০:৫৬
Share:

—ফাইল চিত্র।

কাশ্মীর নিয়ে পাশে দাঁড়ায়নি আন্তর্জাতিক মহল। এ বার তা মানলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর অভিযোগ, পশ্চিমী দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থই সব কিছু। তাই কাশ্মীর নিয়ে তেমন সাড়া মেলেনি।

Advertisement

শুক্রবার একটি জার্মান দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীর প্রসঙ্গে এমনই মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, পশ্চিমী দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বাজার অনেক বড়। তার জন্যই কাশ্মীরের ৮০ লক্ষ মানুষের কী হল, সে দেশের সংখ্যালঘুদেরই বা কী অবস্থা, তা নিয়ে মাথাব্যথা নেই কারও।’’

চিনা আগ্রাসনের বিরুদ্ধে হংকংয়ের বিক্ষোভ গোটা বিশ্বের নজর কাড়লেও, কাশ্মীরের ক্ষেত্রে তা হয়নি বলেও আক্ষেপ করেন ইমরান। তিনি বলেন, ‘‘হংকংয়ের বিক্ষোভ কেমন নজর কাড়ছে দেখুন। অথচ কাশ্মীর সমস্যা তার চেয়ে ঢের গুরুতর। দুঃখজনক ভাবে তা নিয়ে কারও মাথাব্যথা নেই।’’

Advertisement

আরও পড়ুন: ফের পারমাণবিক অস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও পাকিস্তান

আরও পড়ুন: এসসিও সম্মেলনে ভারতে আসছেন না ইমরান খান! পাঠাতে পারেন বিদেশমন্ত্রীকে​

স্বাধীনতার ৭০ বছর পরেও, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে না ওঠার জন্যও ভারতকেই দায়ী করেন ইমরান। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সরকার এবং নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আমি। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বক্তৃতাতেও বলেছিলাম, শান্তির পথে ভারত এক পা এগোলে, আমাদের দু’পা এগনো উচিত। কিন্তু ভারতের তরফে কোনও সাড়া মেলেনি।’’

গত ৫ অগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্বের পর থেকেই লাগাতার আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করে গিয়েছেন ইমরান খান। কিন্তু এখনও পর্যন্ত তাতে বিশেষ সফল হননি তিনি। কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা বলে হাত তুলে নিয়েছে বহু দেশই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন