Munshiganj

মেঘনায় মিলল সাংবাদিকের দেহ

সাংবাদিকের পরিবার জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, আজ কলাগাছিয়ার ‘রিভার পুলিশ আউটপোস্ট’-এর সদস্যেরা মেঘনা থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০৬:১৩
Share:

সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১)-এর মৃতদেহ উদ্দার হয়েছিল মুনশীগঞ্জ থেকে। —প্রতীকী চিত্র।

অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন গত কাল সকালে। অবশেষে আজ বাংলাদেশের মুনশীগঞ্জের কাছে মেঘনা নদী থেকে উদ্ধার হল সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১)-এর মৃতদেহ।

সাংবাদিকের পরিবার জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, আজ কলাগাছিয়ার ‘রিভার পুলিশ আউটপোস্ট’-এর সদস্যেরা মেঘনা থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করেন। একটি সংবাদমাধ্যমকে লেখা প্রবন্ধে তিনি লিখেছেন, ‘শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও ‘আওয়ামী ট্যাগ’ দেওয়া হয়। কিন্তু আওয়ামী আমলেও কোনও বাস্তব পুরস্কার পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভাল চাকরি’। বাংলাদেশে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন বিভুরঞ্জন। মৃত্যুর আগে বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে ‘খোলা চিঠি’ নামে একটি প্রবন্ধ জমা দেন ওই সাংবাদিক। সেই লেখাতেই সংবাদমাধ্যমের উপরে বর্তমান মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চাপের কথা জানিয়ে গিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন