International

লন্ডনের ঘাতকের নাম খালিদ মাসুদ, জানাল স্কটল্যান্ড ইয়ার্ড

লন্ডন হামলার আততায়ীর নামধাম জানতে পেরেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড জানাচ্ছে, আততায়ী ব্রিটেনেরই নাগরিক। তার নাম খালিদ মাসুদ। বয়স ৫২ বছর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ২২:৫৬
Share:

সেই নিহত আততায়ী।

লন্ডন হামলার আততায়ীর নামধাম জানতে পেরেছে পুলিশ।

Advertisement

স্কটল্যান্ড ইয়ার্ড জানাচ্ছে, আততায়ী ব্রিটেনেরই নাগরিক। তার নাম খালিদ মাসুদ। বয়স ৫২ বছর। সে বহু ‘গুণে গুণী’! পুলিশের খাতায় বিভিন্ন ঘটনায় তার নাম রয়েছে। একাধিক বার সে জড়িয়েছে নানা রকমের অপরাধমূলক ঘটনায়। পার্লামেন্ট ভবনের নিরাপত্তারক্ষীকে ছুরি মেরে খুন করার পর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলার সময়ে তার গুলিতে এক পথচারীরও মৃত্যু হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় আততায়ীও।

বৃহস্পতিবার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ওই ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, ‘এক সৈনিককে’ পাঠানো হয়েছিল ওই হামলা করার জন্য।

Advertisement

আরও পড়ুন- লন্ডন হামলার দায় নিল আইএস, গ্রেফতার ৮

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement