কাবুলে নিহত অপহৃত ভারতীয়

আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করছে ভারত সরকার। আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশের সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাটির সঙ্গে যোগাযোগ রাখছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০০:১৮
Share:

প্রতীকী ছবি।

কাবুলে একটি আন্তর্জাতিক খাবার ও কেটারিং পরিষেবা সংস্থায় কর্মরত এক ভারতীয়-সহ তিন জন বিদেশিকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা। মৃত ব্যক্তিদের নাম এবং পরিচয় গভীর রাত পর্যন্ত জানানো হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত ব্যক্তির দেহাবশেষ যাতে দ্রুত এবং নিরুপদ্রবে ভারতে ফিরিয়ে আনা যায় সে জন্য কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাস সব রকম সহযোগিতা করবে। আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করছে ভারত সরকার। আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশের সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাটির সঙ্গে যোগাযোগ রাখছে।’’

Advertisement

বৃহস্পতিবার এক ভারতীয়-সহ তিন জন বিদেশি নাগরিককে অপহরণ করে খুন করা হয় কাবুলে। তিন জনেই আন্তর্জাতিক খাবার ও কেটারিং পরিষেবা সংস্থা ‘সোডেক্সো’তে পাচকের কাজ করতেন। কাবুলের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যান্টিন চালায় ‘সোডেক্সো’। নিহত বাকি দু’জন মালয়েশিয়া ও ম্যাসিডোনিয়ার বাসিন্দা। বয়স যথাক্রমে ৬৪ ও ৩৭।

কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্টানেকজ়াই জানিয়েছেন, আজ সকালে অফিসের গাড়িতে করে কাজে যাচ্ছিলেন এই তিন জন। পূর্ব কাবুলের পুল-এ-চরখি এলাকায় তাঁদের গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। গাড়ি চালাচ্ছিলেন এক স্থানীয় আফগান। চালককে মেরে নামিয়ে গাড়িসুদ্ধ তিন বিদেশিকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। কয়েক ঘণ্টা পরে দক্ষিণ কাবুলের মুসাহি জেলায় অন্য আর একটি গাড়িতে পাওয়া যায় গুলিবিদ্ধ তিনটি দেহ। দেহের পাশ থেকে পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের এক প্রতিনিধি জানিয়েছেন, অপহৃত তিন জনকে গাড়ির ভিতরেই গুলি করে মারা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবারের এই ঘটনাকে জঙ্গি হানা বলেই মনে করছে পুলিশ। তবে রাত পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠীই। বিদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবি বা খুনের ঘটনা আফগানিস্তানে নতুন নয়। অনেক সময়ে বিত্তবান স্থানীয় বাসিন্দাদেরও মুক্তিপণের জন্য অপহরণ করে জঙ্গিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement