Kim Jong-un

Kim jong un: আর এক ইঞ্চি এগোলে পরমাণু হামলায় তছনছ হবে দক্ষিণ কোরিয়া! কিমের বোনের হুমকি

এপ্রিলের মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ সেরে ফেলেছে পিয়ংইয়ং। তার পর এই হুমকি, এলাকায় যুদ্ধের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে বহু গুণ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৪:১৬
Share:

ফাইল ছবি।

দুই কোরিয়ার মধ্যে ফের যুদ্ধের কালো মেঘ। এ বার তা আরও ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের বোন কিম ইয়ো জং সরাসরি হুমকি দিলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার ভূখণ্ডের দিকে আর এক ইঞ্চিও এগোনর দুঃসাহস করে, তা হলে সিওল-সহ গোটা দেশ পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না।

উত্তর কোরিয়ার একনায়ক কিমের বোন কিম ইয়ো সরাসরি হুমকি দিলেন পরমাণু আক্রমণের। ঘটনাচক্রে এ বছর এপ্রিলের মধ্যেই ৯টি মহাশক্তিধর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ সেরে ফেলেছে পিয়ংইয়ং। স্বভাবতই তার পর এই হুমকি, এলাকায় যুদ্ধের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে বহু গুণ।

Advertisement

কিম জংয়ের ছোট বোন ইয়ো জং। বর্তমানে তাঁকেই দাদা কিমের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বলে মনে করা হয়। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের সম্পর্ক কেমন হবে, তার ভার কিম দিয়েছেন বোনের হাতেই। কিন্তু কোন প্রসঙ্গে এ কথা বললেন ইয়ো?

সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি বলেছিলেন, তাৎপর্যপূর্ণ ভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার তাঁদের হাতে রয়েছে। একেই হুমকি হিসেবে দেখছে পিয়ংইয়ং। তারই ফল কিমের বোনের এই পাল্টা হুমকি। তিনি বলেন, ‘‘যদি দক্ষিণ কোরিয়ার সেনা আমাদের ভূখণ্ডের এক ইঞ্চি জমিও দখলের মনোভাব রাখে, তা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। সিওল ভাবতেও পারছে না, কী হতে চলেছে।’’ উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, ইয়ো জং সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ‘‘যদি পরিস্থিতি এমনই হয়, যে সত্যিই দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সঙ্ঘাতে জড়াতে চাইছে, তা হলে আগেই বলে রাখি, পরমাণু হামলার জন্য যেন প্রস্তুতি শুরু দেয় তারা।’’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ দিকে যাচ্ছে। ইতিমধ্যেই যুদ্ধের আঁচে ফুটছে বিশ্ব অর্থনীতি, জ্বলে পুড়ে মরার অবস্থা সাধারণ মানুষের। এরই মধ্যে ফের রণহুঙ্কার শোনা গেল কোরিয়া থেকে। প্রমাদ গুনছে বিশ্ব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন