Internaional News

প্যারিসের হোটেলে কিমের দিকে সরাসরি বন্দুক তাক

প্যারিসের হোটেলে বন্দুকবাজের হানার শিকার হলেন কিম কার্দাশিয়ান। গত রবিবার রাতে তাঁর হোটেলের ঘরে পুলিশের পোশাকে দু’জন মুখোশ পরা বন্দুকবাজ হামলা চালায়। কিমের মুখপাত্র এক প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘কিম খুব ভয় পেয়ে গিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১০:৫৬
Share:

প্যারিসের হোটেলে বন্দুকবাজের হানার শিকার হলেন কিম কার্দাশিয়ান। গত রবিবার রাতে তাঁর হোটেলের ঘরে পুলিশের পোশাকে দু’জন মুখোশ পরা বন্দুকবাজ হামলা চালায়। সরাসরি বন্দুক তাক করা হয় কিমের দিকে। কিমের মুখপাত্র এক প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘কিম খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে শারীরিক ভাবে ওঁর কোনও ক্ষতি হয়নি।’’ এই হামলার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কিমকে অপহরণের চেষ্টা করা হয়েছিল কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।

Advertisement

প্যারিস ফ্যাশন উইকে হাজির থাকতে গত বুধবার মা এবং বোনের সঙ্গে প্যারিসে গিয়েছেন কিম। রবিবার রাতে তাঁর স্বামী কেনি ওয়েস্ট নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ছিলেন। খবর পেয়ে জরুরি ভিত্তিতে ‘ফ্যামিলি এমার্জেন্সি’-র কথা উদ্যোক্তাদের জানিয়ে তিনি প্যারিসের উদ্দেশে রওনা হন। গোটা ঘটনায় হতবাক সকলেই।

আরও পড়ুন, মানসিক রোগীকে চোদ্দো বার গুলি, কাঠগড়ায় মার্কিন পুলিশ

Advertisement

ছবি: স‌ংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement