ছুরিবিদ্ধ মায়ের সুস্থ সন্তান প্রসব

ছুরি খেয়েছিলেন অন্তঃসত্ত্বা এক মহিলা। কিন্তু শেষমেশ সুস্থ সন্তানের জন্ম দিলেন তিনি। বছর চল্লিশের ওই ব্রিটিশ মহিলার অবস্থা অবশ্য আশঙ্কাজনক বলে জানিয়ছেন চিকিৎসকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০৩:০০
Share:

ছুরি খেয়েছিলেন অন্তঃসত্ত্বা এক মহিলা। কিন্তু শেষমেশ সুস্থ সন্তানের জন্ম দিলেন তিনি। বছর চল্লিশের ওই ব্রিটিশ মহিলার অবস্থা অবশ্য আশঙ্কাজনক বলে জানিয়ছেন চিকিৎসকেরা।

Advertisement

গত কাল ওয়েস্ট মিডল্যান্ডসের সাটন কোল্ডফিল্ডের এক জনবহুল এলাকায় ওই মহিলার উপর চড়াও হয় এক ব্যক্তি। ‘‘আমাকে মারো কিন্তু বাচ্চাটাকে নয়’’, আর্তনাদ করে উঠেছিলেন ওই মহিলা। কিন্তু তাতে কোনও ভ্রূক্ষেপ না করেই ছুরি চালিয়ে দেয় ওই আততায়ী। পুলিশ গ্রেফতার করেছে হামলাকারীকে। তাদের ধারণা, ওই ব্যক্তি মহিলার পরিচিত। পারিবারিক সমস্যার জেরেই এই হামলার ঘটনা বলেও মনে করছে পুলিশ।

মহিলাকে বাঁচাতে রাস্তায় ছুটে এসেছিলেন দুই ব্যক্তি। তাঁরাও অল্প আঘাত পেয়েছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলাকে বাঁচাতে যে ভাবে তাঁরা ছুটে এসেছিলেন, তার প্রশংসা করেছেন পুলিশকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement