গ্রিন টি খান, মনটি পরিষ্কার করুন, ট্রাম্পকে অভিনব উপহার কলকাতা থেকে

আইরিশ লেখক অস্কার ওয়াইল্ড প্রথমবার আমেরিকায় বেড়াতে গিয়ে এক সভায় বলে বসেন, ‘এই দেশের অর্ধেক মানুষ বোকা।’ শুনে তো গোটা হল জুড়ে মহা গোলমাল। এ দিক ও দিক থেকে আওয়াজ, লোকটাকে এখনই বের করে দাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১৮:১৫
Share:

আইরিশ লেখক অস্কার ওয়াইল্ড প্রথমবার আমেরিকায় বেড়াতে গিয়ে এক সভায় বলে বসেন, ‘এই দেশের অর্ধেক মানুষ বোকা।’ শুনে তো গোটা হল জুড়ে মহা গোলমাল। এ দিক ও দিক থেকে আওয়াজ, লোকটাকে এখনই বের করে দাও। তখন অস্কার ওয়াইল্ড হাত তুলে বললেন, ‘অবশ্য আমেরিকার বাকি অর্ধেক মানুষ খুব বুদ্ধিমান।’ অমনি গোটা হল ঘরে হাততালির বন্যা।

Advertisement

অর্ধেক আমেরিকা না হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে মাঝে মধ্যেই ‘বোকার মতো’ মন্তব্য করে ফেলেন এই অভিযোগ জানিয়েছেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম।

অদ্ভুত মন্তব্যের জেরে ট্রাম্পকে নিয়ে টিপ্পনির ছয়লাপ এখন সোশ্যাল মিডিয়ায়। এ বার ট্রাম্পকে গ্রিন টি পাঠিয়ে তাঁর মনটাকে পরিষ্কার করার পরামর্শ দিল কলকাতার এক চা সংস্থা।

Advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ক্যামেরনের ‘শেষ’ ডিনারে ভাত, নান, জাফরানি মুরগি আর শিঙাড়া!

রিপাবলিকান দলের তরফে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে ছ’হাজার ব্যাগ অসম গ্রিন টি পাঠিয়ে ওই চা সংস্থার ছোট্ট অনুরোধ, ‘নিজেকে পরিষ্কার করুন’।

‘টি-এ-মি’ নামের ওই সংস্থার তরফে মার্কিন রিয়েল এস্টেট টাইকুনের কাছে আবেদন, ‘প্রিয় মিস্টার ট্রাম্প, ভারত থেকে আপনাকে নমস্কার জানাই। আমরা আপনার জন্য প্রচুর পরিমাণে গ্রিন টি পাঠালাম। এটা ক্ষতিকারক উপাদানের সঙ্গে যুঝতে সাহায্য করে। একই সঙ্গে এই চা আপনার মন এবং শরীর দুটোই পরিষ্কার রাখবে। এবং এতে আপনি আরও স্মার্ট হয়ে উঠবেন। দয়া করে আপনি এই চা খাবেন নিজের জন্য, আমেরিকার জন্য এবং সমগ্র বিশ্বের জন্য।’

ট্রাম্পকে নিয়ে নাকি সমগ্র বিশ্ব ভয়ে কাঁটা। বিভিন্ন মহল থেকে ট্রাম্পের বিরোধিতার পরেও ট্রাম্প নিজেকে সংযত করেননি। এমনটাই একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে ‘টি-এ-মি’ কোম্পানির পক্ষ থেকে। একই সঙ্গে তাদের পরামর্শ, ‘আমরা তো আপনাকে থামাতে পারব না। কিন্তু পাল্টানোর চেষ্টা তো করতে পারি।’

এ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া কী? কলকাতা থেকে পাঠানো এই চা কি তিনি আদৌ পেয়েছেন? কিছুই জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement